ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারত সাগরে চীনের নৌকা ডুবে নিখোঁজ ৩৯ 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, মে ১৭, ২০২৩
ভারত সাগরে চীনের নৌকা ডুবে নিখোঁজ ৩৯ 

ভারত সাগরে চীনের মাছ ধরার একটি নৌকা ডুবে ৩৯ জন ক্রু নিখোঁজ হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এই খবর জানিয়েছে আল জাজিরা

 

সিসিটিভি বলছে, মঙ্গলবার ভোরের দিকে এই নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় চীনের ক্রু ছিলেন ১৭ জন। ইন্দোনেশিয়ার ১৭ এবং ফিলিপাইনের পাঁচজন ক্রুও তাদের সঙ্গে ছিলেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সমন্বিত অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে সিসিটিভি। তবে এখনো কোনো নিখোঁজের উদ্ধারের খবর পাওয়া যায়নি।

আঞ্চলিক অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহযোগিতার জন্য চীন দুটি বাণিজ্যিক জাহাজ মোতায়েন করেছে।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বলেন, সাগরে মাছ ধরার নৌকার নিরাপত্তা ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা প্রয়োজন। একইসঙ্গে নৌযানের নিরাপত্তা নিশ্চিতে প্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়ন করা প্রয়োজন।

খবরে এটি নিশ্চিত করা হয়নি যে, ঠিক কোন জায়গায় নৌকাটি ডুবে গেছে। তবে বলা হয়েছে ভারত সাগরের কেন্দ্রের দিকে ঘটনাটি ঘটেছে, এই সাগর দক্ষিণ এশিয়া এবং আরব উপদ্বীপ থেকে পূর্ব আফ্রিকা এবং পশ্চিম অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত।

বুধবার ফিলিপাইন কোস্ট গার্ড বলছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ম্যানিলায় চীনা দূতাবাসের সঙ্গে সমন্বয় করছে।  

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মে ১৭, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।