ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাঁচ দিনের লড়াই শেষে গাজা-ইসরায়েলের যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, মে ১৪, ২০২৩
পাঁচ দিনের লড়াই শেষে গাজা-ইসরায়েলের যুদ্ধবিরতি

গাজায় ইসরায়েল এবং ফিলিস্তিনের ইসলামিক জিহাদ (পিআইজে) একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাঁচ দিনের সহিংসতার পর মিশরের মধ্যস্থতায় দুই পক্ষ এই যুদ্ধবিরতিতে সম্মত হলো।

যদিও স্থানীয় সময় শনিবার (১৩ মে) সন্ধ্যায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর উভয়পক্ষ থেকেই দুই ঘণ্টা ধরে গোলাগুলি চলে।

গত সপ্তাহের মঙ্গলবার থেকে গাজায় কমপক্ষে ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। যদিও ইসরাইল বলেছে যে, তারা শুধুমাত্র পিআইজ লক্ষ্যবস্তুতে হামলা করেছে।

এদিকে ইসরায়েলে ফিলিস্তিনিদের রকেট হামলায় দুইজন নিহত হয়েছে। এদের মধ্যে একজন ইসরায়েলি, অপরজন সেখানে কর্মরত ফিলিস্তিনি।

শনিবারের এই যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছে মিশর। দেশটি সংঘাতে জড়িত উভয়পক্ষকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে।

যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে ওয়াশিংটন। তারা বলেছে, মার্কিন কর্মকর্তারা রেজল্যুশন অর্জনের জন্য আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করেছে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মে ১৪, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।