ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনের দুই-তৃতীয়াংশজুড়ে বিমান হামলার সাইরেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, মে ৯, ২০২৩
ইউক্রেনের দুই-তৃতীয়াংশজুড়ে বিমান হামলার সাইরেন

রাজধানী কিয়েভসহ ইউক্রেনের দুই-তৃতীয়াংশজুড়ে নতুন বিমান হামলার সাইরেন শোনা গেছে। মঙ্গলবার (৯ মে) ভোরে কিয়েভ এবং মধ্য ও পূর্ব ইউক্রেনের বেশিভাগ এলাকায় বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় জরুরি পরিষেবাগুলো মঙ্গলবার ভোরে কিয়েভ এবং মধ্য ও পূর্ব ইউক্রেনের বেশিরভাগ এলাকায় বিমান হামলার সতর্কতা জারি করেছে। পশ্চিমে ভিন্নিত্যা থেকে সমস্ত পূর্ব অঞ্চল এবং দক্ষিণে খেরসন ও কৃষ্ণ সাগরের ওডেসা অঞ্চল পর্যন্ত এটি বিস্তৃত রয়েছে।

কিয়েভের কর্মকর্তারা বলেছেন, হামলা প্রতিহত করতে শহরের বিমান প্রতিরক্ষা বাহিনী কাজ করছে।

এর আগে সোমবার ভোরে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে অন্তত চারজন নিহত হন।

জাতিসংঘ জানিয়েছে, গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে অন্তত ৮ হাজার ৭৯১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হাজার হাজার মানুষ আহত হয়েছেন। এছাড়া লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, মে ০৯, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।