ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মরুঝড়ের দেশে হঠাৎ বিরল শিলাবৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
মরুঝড়ের দেশে হঠাৎ বিরল শিলাবৃষ্টি

মরুঝড়ের দেশ সৌদি আরবে হঠাৎ বিরল শিলাবৃষ্টি হানা দিয়েছে।  দেশটির কিছু এলাকায় দেখা মিলেছে এমন দৃশ্যের।

শুক্রবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস

এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় সৌদি আরবের স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বসিত হলেও শঙ্কা আছে। অনেক আবহাওয়া বিশ্লেষক বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলেই এমন বিরল ঘটনা ঘটছে। যা ভবিষ্যতে আরও বড় বিপর্যয় ডেকে আনতে পারে।

স্টর্ম সেন্টার নামের একটি আইডি থেকে টুইটারে এই শিলাবৃষ্টির একাধিক ভিডিও পোস্ট করা হয়। যাতে দেখা যায়, মরুভূমির বালু ছেয়ে গেছে ছোট ছোট শিলায়।

মরু অঞ্চল হওয়ায় সৌদি আরবে বৃষ্টিপাতই খুব কম হয়। দেশটিতে এমন অঞ্চল অনেক রয়েছে, যেখানে বছরের পর বছর বৃষ্টিপাত হয় না বা হলেও খুব কম।

তবে গত কয়েকদিন ধরে সৌদি আরবের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। ১০ এপ্রিল মক্কায় কয়েক ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।