ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রকেটেই দেওয়া যাবে ভূমিসেবার ফি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
রকেটেই দেওয়া যাবে ভূমিসেবার ফি

ঢাকা: মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফসি) সেবা প্রদানকারী ব্র্যান্ড রকেটের মাধ্যমে দেওয়া যাবে ভূমিসেবার যেকোনো ফি। এ লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় ও ডাচ বাংলা ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

 

সোমবার (৬ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যেকোনো ভূমিসেবার ফি অনলাইনে প্রদানের সুবিধার্থে ভূমি মন্ত্রণালয় এবং এমএফএস (মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস) সেবা প্রদানকারী ব্র্যান্ড রকেট-এর মালিকানা প্রতিষ্ঠান ডাচ বাংলা ব্যাংকের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।  

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস এবং ডাচ বাংলা ব্যাংক-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান, পিএএ। আরও উপস্থিত ছিলেন ভূমিসেবা ডিজিটাইজেশন মনিটরিং সেল-প্রধান ড. মো. জাহিদ হোসেন পনির, পিএএ-সহ ডাচ বাংলা ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ২৪ মে সোমবার দেশে অন্যান্য এমএফসি সেবাদানকারী প্রতিষ্ঠান উপায়, নগদ ও বিকাশ-এর সঙ্গেও ভূমি মন্ত্রণালয় চুক্তি স্বাক্ষর করে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
জিসিজি/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।