ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পাঁচশ’র বেশি বাংলা স্টিকার নিয়ে এলো এমস্টিকার

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
পাঁচশ’র বেশি বাংলা স্টিকার নিয়ে এলো এমস্টিকার

ঢাকা: বাংলা স্টিকার ব্যবহার করে মনের ভাব প্রকাশ করতে পাঁচশ’রও বেশি স্টিকার নিয়ে তৈরি হলো অ্যাপ এমস্টিকার (mSticker)।

ভাইরাল আর ট্রেন্ডি ডায়লগ, কিংবা মজাদার সব আঞ্চলিক ভাষার স্টিকারসহ এই অ্যাপে বিভিন্ন ক্যাটাগরির স্টিকার প্যাক রয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলা ভাষায় চ্যাটবক্সের কথোপকথনকে আরও বেশি প্রাণবন্ত, সুন্দর, সহজ আর আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন মজাদার ক্যাটাগরিতে ৫০০-এর বেশি ফ্রি বাংলা স্টিকার কালেকশন নিয়ে সাজানো এই এমস্টিকার অ্যাপ। অ্যাপটির ডিজাইন থেকে শুরু করে স্টিকারগুলোতেও রয়েছে খাঁটি বাঙ্গালিয়ানার ছাপ। এখানে বিভিন্ন বিশেষ চরিত্রের ফেমাস ডায়লগ কিংবা বিখ্যাত সব প্রবাদ, ডেইলি হ্যাংআউট, বন্ধুদের মুখের বুলি দিয়ে বানানো রয়েছে মজার সব স্টিকার।  

জানা যায়, অ্যাপটি বর্তমানে গুগল প্লে-স্টোর এবং অ্যাপেল স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে। আর এটি ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ভাইবারসহ অন্যান্য সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন যে কেউ।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।