ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেসবুক মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে বিভ্রাট

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
ফেসবুক মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে বিভ্রাট ...

বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ফেসবুক মেসেঞ্জার ব্যবহারে বিভ্রাট দেখা দেয়। কোথাও কোথাও বার্তা পাঠানোর পর ইন্টারনেট সংযোগ নেই কিংবা সংযোগের অপেক্ষা করা হচ্ছে—এমন লেখা দেখিয়েছে।

ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রামের বার্তা পাঠানোর সুবিধা ‘ডিরেক্ট মেসেজ’–এর ক্ষেত্রেও একই ধরনের সমস্যা হয়েছে।

বিশ্বব্যাপী ব্যবহারকারীরা জনপ্রিয় কোনো ডিজিটাল সেবা বন্ধ থাকলে তা ডাউন ডিটেক্টর নামের ওয়েবসাইটে জানিয়ে থাকেন। সেখানে দেখা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা থেকে মেসেঞ্জার ব্যবহারে সমস্যার কথা জানাতে শুরু করেন তারা।

এ বিষয়ে ফেসবুকের এক মুখপাত্র বলেন, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম কিংবা ওয়ার্কপ্লেস চ্যাটে অনেকে সমস্যার মুখে পড়েছেন। আমরা সে জন্য দুঃখিত। সমস্যার সমাধান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
তথ্যপ্রযুক্তি ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।