ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এক মাসে মোবাইল গ্রাহক বেড়েছে ৯ লাখ, কমেছে ইন্টারনেট গ্রাহক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
এক মাসে মোবাইল গ্রাহক বেড়েছে ৯ লাখ, কমেছে ইন্টারনেট গ্রাহক ...

ঢাকা: অক্টোবরের শেষে দেশে মোবাইল ফোন গ্রাহক সংখ্যা বেড়েছে নয় লাখ। আর এই সময়ে ইন্টারনেট গ্রাহক সংখ্যায় টান পড়েছে, কমেছে তিন লাখেরও বেশি।


 
বিটিআরসি সর্বশেষ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যে পরিসংখ্যান প্রকাশ করেছে তাতে এই চিত্র উঠে এসেছে।
 
পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ১৬ কোটি ৮০ লাখ ৬৯ হাজারে দাঁড়িয়েছে। এরমধ্যে গ্রামীণফোনের গ্রাহক সাত কোটি ৮১ লাখ ২১ হাজার, রবির পাঁচ কোটি চার লাখ ১৩ হাজার, বাংলালিংকের তিন কোটি ৪৯ লাখ ১৭ হাজার এবং টেলিটকের ৪৬ লাখ ১৮ হাজার।

চলতি বছর সেপ্টেম্বর শেষে মোবাইল গ্রাহক সংখ্যা দাঁড়ায় ১৬ কোটি ৭১ লাখ ৯ হাজার। এ হিসেবে মোবাইল গ্রাহক বেড়েছে নয় লাখ ৬৯ হাজার।

আর অক্টোবরে মোট ইন্টারনেট গ্রাহক ১১ কোটি সাত লাখ ৬২ হাজার। এরমধ্যে মোবাইল ইন্টারনেট ১০ কোটি ২১ লাখ ছয় হাজার এবং ব্রডব্যান্ড (আইএসপি ও পিএসটিএন) ইন্টারনেট ৮৬ লাখ ৫৬ হাজার।

সেপ্টেম্বর শেষে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ১১ কোটি ১১ লাখ ৩৪ হাজার। এ হিসেবে ইন্টারনেট গ্রাহক কমেছে তিন লাখ ৭২ হাজার।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
এমআইএইচ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।