ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলালিংক গ্রাহকদের ইজিট্র্যাক্সের সেবায় ছাড়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
বাংলালিংক গ্রাহকদের ইজিট্র্যাক্সের সেবায় ছাড়

ঢাকা: বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক আইকন এবং প্রিয়জন গ্রাহকদের মোবিলিটি ও ট্র্যাকিং আইওটি ডিভাইস ও সার্ভিস ক্রয়ের ক্ষেত্রে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা দিতে ইজিট্র্যাক্স লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

বাংলালিংকের মার্কেটিং বিভাগের হেড অব ইন্টারনেট অ্যান্ড হাই ভ্যালু সেগমেন্ট রফিক আহমেদ এবং ইজিট্র্যাক্স লিমিটেডের ডিরেক্টর ও সিইও আবুল বাশার মো. শরীফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন।  

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের মার্কেটিং বিভাগের হাই ভ্যালু সেগমেন্ট সিনিয়র ম্যানেজার জাইন জামান এবং লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার মো. সাজেদুর রহমান।

 

বুধবার (২৯ জানুয়ারি) বাংলালিংক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চুক্তির আওতায় বাংলালিংকের আইকন ও প্রিয়জন প্লাটিনাম, গোল্ড এবং সিলভার গ্রাহকরা ইজিট্র্যাক্সের (www.easytrax.com.bd) যে কোনো মোবিলিটি ও ট্র্যাকিং আইওটি ডিভাইস ও সার্ভিসের উপর আকর্ষণীয় ডিসকাউন্ট উপভোগ করবেন।  

অফারটি উপভোগ করতে গ্রাহকদেরকে EASYTRAX টাইপ করে ২০১২ নম্বরে এসএমএস করতে হবে।  

বাংলালিংকের মার্কেটিং বিভাগের হেড অব ইন্টারনেট অ্যান্ড হাই ভ্যালু সেগমেন্ট রফিক আহমেদ বলেন, ‘ইজিট্র্যাক্স লিমিটেডের সঙ্গে চুক্তির মাধ্যমে বাংলালিংক আইকন এবং প্রিয়জন গ্রাহকদের এমন একটি আকর্ষণীয় সুযোগ দিতে পেরে আমরা আনন্দিত। গ্রাহকদের দৈনন্দিন জীবনে আইওটি ডিভাইস এবং সার্ভিসের ক্রমবর্ধমান গুরুত্ব বিবেচনা করে আমরা এই উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আধুনিক ডিজিটাল সুবিধা ব্যবহারের মাধ্যমে যেসব গ্রাহক জীবনযাত্রার মানোন্নয়নে আগ্রহী তাদের জন্য এটি বিশেষ একটি সুযোগ। ’

বাংলালিংক ভবিষ্যতেও গ্রাহকদের জন্য এ ধরনের বাড়তি সুবিধা নিয়ে আসবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।