ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৩ দিনের মাথায় সীমান্ত এলাকায় সচল মোবাইল নেটওয়ার্ক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
৩ দিনের মাথায় সীমান্ত এলাকায় সচল মোবাইল নেটওয়ার্ক

ঢাকা: বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে এক কিলোমিটারের মধ্যে মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখার নির্দেশনা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বুধবার (০১ জানুয়ারি) গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটককে- এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মো. জাকির হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মোবাইল ফোন অপারেটরগুলোর পক্ষ থেকে জানানো হয়, নেটওয়ার্ক বন্ধ রাখার নির্দেশনার ফলে সীমান্ত এলাকায় প্রায় এক কোটি গ্রাহক মোবাইল নেটওয়ার্ক সমস্যায় পড়েন।

এদিকে, নেটওয়ার্ক বন্ধ রাখার নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত পাওয়ার পর নেটওয়ার্ক সচল করতে কাজ শুরু করেছে অপারেটরগুলো।

গত ২৯ ডিসেম্বর চার অপারেটরকে পাঠানো বিটিআরসি’র নির্দেশনায় বলা হয়, ‘বর্তমান প্রেক্ষাপটে দেশের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় নেটওয়ার্ক কাভারেজ বন্ধ রাখতে হবে’।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে চিঠিতে জানানো হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।