ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১ জুলাই থেকে রবি-এয়ারটেলের কাস্টমার কেয়ার নম্বর ১২১

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
১ জুলাই থেকে রবি-এয়ারটেলের কাস্টমার কেয়ার নম্বর ১২১ রবি ও এয়ারটেলের লোগো

ঢাকা: জাতীয় নম্বরকরণ পরিকল্পনা অনুযায়ী রবি ও এয়ারটেল উভয় ব্র্যান্ডের কাস্টমার কেয়ার নম্বর পরিবর্তিত হয়ে হচ্ছে ‘১২১’। আগামী ১ জুলাই থেকে সিদ্ধান্তটি কার্যকর হবে।

বুধবার (২৬ জুন) রবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর ফলে রবি কাস্টমার কেয়ারের জন্য ১২৩ ও এয়ারটেল কাস্টমার কেয়ারের জন্য ৭৮৬ নম্বর আর থাকছে না। উভয় অপারেটরের গ্রাহকই ওই নির্দিষ্ট দিন থেকে ১২১ নম্বরে কল করে গ্রাহকসেবা পাবেন।



 প্রত্যেক গ্রাহককে এসএমএস দিয়েও এ বিষয়টি জানিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে রবি।

 বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।