ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্মার্টফোনের আমদানি কর ১০ শতাংশ করার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
স্মার্টফোনের আমদানি কর ১০ শতাংশ করার দাবি সভায় বিএমবিএ সভাপতি নিজাম উদ্দিন জিটু। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্মার্টফোন আমদানির ওপর আরোপিত বর্ধিত কর প্রত্যাহার করে ১০ শতাংশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ী অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।

বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।  

এতে সভাপতিত্ব করেন বিএমবিএ সভাপতি নিজাম উদ্দিন জিটু।

সভায় সভাপতির বক্তব্যে নিজাম উদ্দিন জিটু বলেন, ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্মার্টফোন আমদানির ওপর আরোপিত কর প্রত্যাহার করে ১০ শতাংশ নির্ধারণ করা হোক। অন্যথায় এ খাত ক্ষতির সম্মুখীন হবে। বাধাগ্রস্ত হবে উন্নয়ন।  

আলোচনা সভায় বক্তারা আরো বলেন, আরোপিত কর প্রত্যাহার করা না হলে স্মার্টফোন নির্ভর বাণিজ্যে ধস নামবে। এতে সরকার হারাবে রাজস্ব।

সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহ-সভাপতি হোসেন হায়দার হিরু, জহির উদ্দিন পরান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
আরকেআর/এইচএডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।