ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হাই-টেক পার্ক এমডি হোসনে আরার চুক্তির মেয়াদ বাড়লো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, জুন ১২, ২০১৯
হাই-টেক পার্ক এমডি হোসনে আরার চুক্তির মেয়াদ বাড়লো বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের লোগো

ঢাকা: বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হোসনে আরা বেগমের চুক্তির মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে।

বুধবার (১২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো আদেশে বলা হয়েছে, ১ জুন বা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য মেয়াদ বাড়ানো হয়েছে।
 
২০১৭ সালের ৩১ মে সরকারের সচিব পদমর্যাদায় তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।


 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে আগের চুক্তিপত্রের শর্তাবলি অপরিবর্তিত রেখে পুনরায় সরকারের সঙ্গে চুক্তিপত্র সম্পাদন করতে হবে।
 
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জুন ১২, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।