ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগলকে দেড় বিলিয়নেরও বেশি ডলার জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
গুগলকে দেড় বিলিয়নেরও বেশি ডলার জরিমানা গুগলের লোগো

ঢাকা: বিজ্ঞাপন আইনের অপব্যবহার করার দায়ে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগলকে এক দশমিক ৪৯ বিলিয়ন ইউরো (এক দশমিক ৬৮ বিলিয়ন ডলার) জরিমানা করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিয়ন্ত্রকরা।

বুধবার (২০ মার্চ) ব্রাসেলসে একটি সংবাদ সম্মেলন করে ইইউ’র কম্পিটিশন কমিশনার মার্গ্রেট বেস্টাগার জানিয়েছেন, গুগলের বিরুদ্ধে অ্যাডসেন্স বিজ্ঞাপন ব্যবসা মামলার দীর্ঘ তদন্তের পর সত্যতা পেয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনলাইন বিজ্ঞাপনের প্রধান আইনের অপব্যবহারের জন্য গুগলকে বড় ধরনের এ আঘাত করেছে ইউরোপীয় ইউনিয়ন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, এ নিয়ে তৃতীয়বারের মতো প্রায় একই অভিযোগে গুগলকে জরিমানা করা হয়েছে।

গত বছর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে তদন্তের পর গুগলকে চার দশমিক ৩৪ বিলিয়ন ইউরো (পাঁচ বিলিয়ন ডলার) জরিমানা দিয়ে আঘাত করেছিলেন বেস্টাগার। এছাড়া এর আগের বছর ২০১৭ সালে প্রতিষ্ঠানটির অনলাইন শপিং সার্চ রেজাল্ট তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে দুই দশমিক ৪২ বিলিয়ন ইউরো জরিমানা করে ইইউ।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।