ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বঙ্গবন্ধু স্যাটেলাইটের সুবিধা নিলে খরচ কমবে চ্যানেলের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
বঙ্গবন্ধু স্যাটেলাইটের সুবিধা নিলে খরচ কমবে চ্যানেলের

রাজবাড়ী: ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশের সরকারি টেলিভিশনসহ চারটি বেসরকারি চ্যানেল সম্প্রচারিত হচ্ছে। দেশীয় সবকটি চ্যানেল বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সুবিধা নিলে বিপুল পরিমাণ অর্থ বাঁচবে। 

শুক্রবার (০৮ মার্চ) রাজবাড়ীর দৌলতদিয়ায় রেস্ট হাউজ প্রাঙ্গণে গার্ড অব অনার শেষে সাংবাদিকেদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর করা হলে টেলিমেডিসিনের মাধ্যমে তাদের স্বাস্থ্য সেবা দেওয়া হবে।

পরে দুপুর ১২টায় মন্ত্রী মোস্তফা জব্বার জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার গালর্স স্কুল অ্যান্ড কলেজের  বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক পরিচালক মো. জালাল উদ্দিন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.বি.এম. নুরুল ইসলাম, গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু প্রমুখ।

অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।