ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্কাইপে খুলেছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
স্কাইপে খুলেছে

ঢাকা: ইন্টারনেটভিত্তিক ভিডিও কলের যোগাযোগ মাধ্যম স্কাইপে খুলেছে। মঙ্গলবার (২০ নভেম্বর) বিকেলে স্কাইপে খুলে দেওয়ার নির্দেশনা এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোমবার (১৯ নভেম্বর) স্কাইপের মাধ্যমে যোগাযোগ বন্ধ হয়েছিল বলে অভিযোগ ছিল। তবে এটি বন্ধের ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।


  
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) জেনারেল সেক্রেটারি এমদাদুল হক জানান, বিকেল সাড়ে চারটার দিকে মেইলের মাধ্যমে নির্দেশনা পেয়ে স্কাইপে খুলে দেওয়া হয়।
 
লন্ডন থেকে তারেক রহমান স্কাইপে দিয়ে ভিডিও কলের মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়ার মধ্যেই স্কাইপেতে যোগাযোগ-জটিলতা দেখা দেয়।
 
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।