ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সেইলর চ্যাম্পিয়ন অব আর্থ’র প্রথম কর্মশালা অনুষ্ঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
সেইলর চ্যাম্পিয়ন অব আর্থ’র প্রথম কর্মশালা অনুষ্ঠিত এনএসইউ-তে অনুষ্ঠিত হয়ে গেলো ‘সেইলর চ্যাম্পিয়ন অব আর্থ সিজন-৩’র প্রথম কর্মশালা

বেসরকারি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) অনুষ্ঠিত হয়ে গেলো আর্থ ক্লাব পরিবেশিত ‘সেইলর চ্যাম্পিয়ন অব আর্থ সিজন-৩’র প্রথম কর্মশালা।

গত ১৬ আগস্ট শুরু হওয়া এ প্রতিযোগিতার প্রথম রাউন্ডে অংশগ্রহণ করা ৪১১টি দল থেকে উত্তীর্ণ ৮৪টি দলকে কর্মশালায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণ জানানো হয় গত আসরের চ্যাম্পিয়ন দল ডেক্সটারকেও।

 

তারা সবার সঙ্গে প্রতিযোগিতা বিষয়ক অভিজ্ঞতা শেয়ার করেন। তারপর উত্তীর্ণ ৮৪টি দলকে প্রতিযোগিতার পরবর্তী বিভিন্ন ধাপ সম্পর্কে ধারণা দেওয়া হয়।  

প্রতিযোগিতার অনলাইন পার্টনার দেশের শীর্ষস্থানীয় নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।