ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইন্টারনেট-টেলিফোন সেবায় ৩ দিনের প্রতিবন্ধকতা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
ইন্টারনেট-টেলিফোন সেবায় ৩ দিনের প্রতিবন্ধকতা

ঢাকা: মেট্রোরেল প্রকল্পের কাজের স্বার্থে প্রেসক্লাব এলাকার বিটিসিএলের ভূ-গর্ভস্থ ক্যাবল নিরাপদ দূরত্বে স্থানান্তরের জন্য হাইকোর্ট-প্রেসক্লাব-সেগুনবাগিচা এলাকায় তিনদিন টেলিফোন ও ইন্টারনেট সেবায় প্রতিবন্ধকতার সৃষ্টি হবে।

মঙ্গলবার (১৪ আগস্ট) বিটিসিএলের মহা-ব্যবস্থাপক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ এ তথ্য জানান।

বাংলানিউজকে তিনি বলেন, ক্যাবল স্থানান্তর কাজ চলাকালে সুপ্রিমকোর্ট ও হাইকোর্ট, পিডব্লিউডি ভবন, পররাষ্ট্র মন্ত্রণালয়, সেগুনবাগিচা, তোপখানা রোড ও প্রেসক্লাব এলাকায় বিটিসিএলের টেলিফোন ও ইন্টারনেট সেবা শুক্রবার (১৭ আগস্ট) হতে রোববার (১৯ আগস্ট) পর্যন্ত সাময়িক বিঘ্নিত হবে।

তিনি বলেন, সাপ্তাহিক ছুটির দুই দিনে ক্যাবল স্থানান্তর সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে। তবে সতর্কতা হিসেবে আরো এক দিন সময় রাখা হবে।

এসব এলাকার গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছে বিটিসিএল কর্তৃপক্ষ।

তবে আব্দুল গণি রোডে প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের মধ্যে এই সময়ে ইন্টারনেট ও টেলিফোন সংযোগে কোনো সমস্যা হবে না বলেও জানান মোহাম্মদ মোরশেদ।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।