ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মতিঝিলে টেলিফোন ও ইন্টারনেট সার্ভিস সাময়িক বন্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, জুন ৪, ২০১৮
মতিঝিলে টেলিফোন ও ইন্টারনেট সার্ভিস সাময়িক বন্ধ

ঢাকা: মেট্টোরেল প্রকল্পের আওতাধীন রাজধানীর মতিঝিল রোড এলাকার বিটিসিএল’র বিদ্যমান ভূ-গর্ভস্থ প্রাইমারি কেবল নিরাপদ দূরত্বে স্থানান্তর কাজের কারণে সংশ্লিষ্ট এলাকায় বিটিসিএল’র টেলিফোন ও ইন্টারনেট সার্ভিস সাময়িক বন্ধ থাকবে।

কাজ চলাকালীন সংশ্লিষ্ট এলাকার টেলিফোনগুলো আগামী ৮ থেকে ১১ জুন পর্যন্ত সাময়িক বন্ধ থাকবে। এর আগে ১ থেকে ৪ জুনও এসব সার্ভিস বন্ধ থাকে।


 
টেলিফোনগুলো শিগগিরই চালু করার সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ।
 
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুন ০৪, ২০১৮
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।