ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মধ্যরাতে ফেসবুক বন্ধ রাখতে চায় সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
মধ্যরাতে ফেসবুক বন্ধ রাখতে চায় সরকার ফেসবুক লোগো

ঢাকা: রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ রাখা যায় কিনা সে বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কাছে জানাতে চেয়েছে মন্ত্রি পরিষদ বিভাগ।

শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি এড়ানো ও কর্মঘণ্টা যাতে নষ্ট না হয় সেজন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক কর্মকর্তা বাংলানিউজকে জানিয়েছেন।

 

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এমআইএচ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।