ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিডিজবস চাকরি-মেলা অনুষ্ঠিত

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
বিডিজবস চাকরি-মেলা অনুষ্ঠিত বিডিজবস চাকরি-মেলার উদ্বোধনী অনুষ্ঠান

ঢাকার বাহিরে সিলেটে এই প্রথমবার সময়ের সবচেয়ে বড় চাকরির মেলা আয়োজন করে চাকরির ওয়েব সাইট বিডিজবস ডট কম। ২২ ও ২৩ মার্চ দুই দিনের এই মেলা সিলেট শহরে ' আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স' এ অনুষ্ঠিত হয়।

মোট ৩০টি প্রতিষ্ঠান ৫০০’র বেশি পদের জন্য চাকরি অফার নিয়ে মেলায় অংশ নেয়। প্রথমদিন সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার ও বিডিজবসের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মেলায় প্রায় ১৫,০০০ র্প্রাথী তাদের সিভি জমা দেন, যার মধ্যে প্রায় ২ হাজার র্প্রাথীকে প্রথম দিনই বাছাই করে প্রতিষ্ঠানগুলো।

মেলার শেষ দিন ২৩ র্মাচ র্প্রাথীদের ইন্টারভিউ নেওয়া হয়।

আয়োজক সূত্র মতে, বিডিবস এবছর ঢাকার বাহিরে চট্টগ্রাম, খুলনা, রাজশাহীতে একই ধরণের চাকরি মেলার আয়োজন করবে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।