ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নারীদের জন্য মুঠোফোন অ্যাপ ‘সঞ্চিতা’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
নারীদের জন্য মুঠোফোন অ্যাপ ‘সঞ্চিতা’ নারীদের জন্য মুঠোফোন অ্যাপ ‘সঞ্চিতা’র উদ্বোধনী অনুষ্ঠান

নারীদের জন্য সহজতর অর্থনৈতিক শিক্ষা বিষয়ক মুঠোফোন অ্যাপ্লিকেশন ‘সঞ্চিতা’ তৈরি করেছে বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশ।
 

বৃহস্পতিবার (১৬ মার্চ) ঢাকার স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অ্যাপসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহিলা ও শিশু প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী।

প্রাথমিকভাবে পোষাক তৈরী শিল্পের সাথে যুক্ত নারী কর্মীদের জন্য বিশেষায়িতভাবে বাংলায় অ্যাপসটি তৈরি করা হয়েছে।

শুক্রবার থেকে অ্যাপসটি গুগল প্লেস্টোর থেকে বিনামূল্যে নামানো যাবে।

অ্যাপসটিতে যুক্ত ছয়টি বিভাগ হলো- অর্থনৈতিক ব্যবস্থাপনা, সঞ্চয়, ক্রেডিট, বিনিয়োগ, অর্থনৈতিক প্রতিষ্ঠান ও ব্যাংকিং। নারীরা যাতে তাদের আয়ের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে, পারিবারিক অর্থনৈতিক পরিকল্পনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয়ে মতামত প্রকাশ করতে পারে সে বিষয়ে অ্যাপসটি তাদের সাহায্য করবে।

অ্যাপসটির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএন ওমেন এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ক্রিস্টিন হান্টার। অনুষ্ঠনে স্বাগত বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর জেমীটারজি।

বাংলাদশ সময়: ০৫৩০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।