ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রবির মিডিয়া এজেন্সির কাজ করবে হাভাস মিডিয়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
রবির মিডিয়া এজেন্সির কাজ করবে হাভাস মিডিয়া রবির মিডিয়া এজেন্সির কাজ করবে হাভাস মিডিয়া

ঢাকা: রবি আজিয়াটা লিমিটেডের মিডিয়া এজেন্সি হিসেবে কাজ করবে হাভাস মিডিয়া বাংলাদেশ।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর এক অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়‍া হয়।  

সংবাদ সম্মেলনে রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, সব কার্যক্রমের কেন্দ্র্রবিন্দু গ্রাহক; কথাটি মাথায় রেখে তাদের মানসম্মত সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে রবি।

তিনি বলেন, টেকসই উন্নয়নে কর্পোরেট দায়বদ্ধতা থেকে রবি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। হাভাস বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় রবির ব্র্যান্ড ইমেজকে আরও উজ্জ্বল করতে পারবো বলে আমরা বিশ্বাস করি।  

হাভাস বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ফরিদুর রেজা সাগর বলেন, রবির মিডিয়া এজেন্সি হতে পেরে আমরা আনন্দিত। রবির সহযোগী হিসেবে কাজ করে আমরা এই ব্র্যান্ডটিকে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে চাই। হাভাস সবসময়ই কাজের ক্ষেত্রে সর্বোচ্চ মান ধরে রাখার চেষ্টা করে এবং রবির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রবির চিফ কমার্শিয়াল অফিসার প্রদীপ শ্রীবাস্তব, চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার রনি তোহমে প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
আরআর/এমজেএফ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।