ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পটুয়াখালীতে তিন দিনব্যাপী জেলা ব্র্যাডিং ও ডিজিটাল মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
পটুয়াখালীতে তিন দিনব্যাপী জেলা ব্র্যাডিং ও ডিজিটাল মেলা পটুয়াখালীতে তিন দিনব্যাপী জেলা ব্র্যাডিং ও ডিজিটাল মেলা-ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: পটুয়াখালীতে তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী ও জেলা ব্র্যাডিং মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে রোববার (২৯ জানুয়ারি) সকালে শহরের সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি স্কোয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে ফিতা কেটে এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।

 

মেলা উপলক্ষে ডিসি স্কোয়ারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক এ কে এম শামীমুল হক সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুন অর-রশীদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পটুয়াখালী পৌর মেয়র ডা. শফিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম মাতুব্বর ও অতিরিক্ত পুলিশ সুপার শাহেব আলী পাঠান প্রমুখ।

মেলায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি ও উন্নয়ন সংস্থার মোট ৯১টি স্টলে সাধারণ মানুষের কাছে নিজ নিজ দপ্তরের ডিজিটালাইজ চিত্র তুলে ধরা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।