ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৯৯৯৯ টাকায় ডেস্কটপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
৯৯৯৯ টাকায় ডেস্কটপ ইকো ওয়ান পিসি

সিস্টেমআই টেকনোলজিস লিমিটেড মনিটর সহ ৯,৯৯৯ টাকায় একটি ডেস্কটপ পিসি প্যাকেজ বাজারে ছেড়েছে।

অফিস, বাসা বা ফ্রিল্যান্সিং-এর প্রায় সকল ধরনের কাজের উপযোগী সিস্টেমআই ইকো ওয়ান পিসিটির কনফিগারেশনে আছে “প্রসেসর ইন্টেল কোরটুডুয়ো ২.২০ গিগা হার্জ, ৠাম ২ জিবি, হার্ডডিস্ক ১৬০ জিবি ও মনিটর এলইডি ১৭ ইঞ্চি।

রয়েছে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা ও ১ বছরের পণ্য ওয়ারেন্টি।

এ ব্যাপারে সংবাদ বিজ্ঞপ্তিতে সিস্টেমআই টেকনোলজিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, 'শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, সুলভ মূল্যে সবার হাতে কম্পিউটার পৌঁছে দেওয়ার লক্ষ্যেই প্যাকেজটি করা হয়েছে।

তিনি আরো বলেন, 'ইকো ওয়ান পিসির ওয়ারেন্টি ক্লেইম একদিনে নিস্পত্তি করা হবে। ' সরাসরি ক্রয়ের পাশাপাশি অনলাইনে অর্ডার করেও ঢাকাসহ দেশের বিভিন্নপ্রান্ত থেকে পিসিটি পাওয়া যাবে। এ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে www.systemeye.net  এই ঠিকানায়।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।