ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ক্ষুদ্র ই-কমার্স ব্যবসায়ীদের সহায়তা দেবে এসএসডি-টেক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
ক্ষুদ্র ই-কমার্স ব্যবসায়ীদের সহায়তা দেবে এসএসডি-টেক

অতি-ক্ষুদ্র ও ক্ষুদ্র ই-কমার্স ব্যবসায়ীদের ফাইন্যান্স এবং আউটসোর্সিং সহায়তা প্রদানের উদ্দেশ্যে ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক উন্নয়ন দপ্তরের অর্থায়িত বিজনেস ফাইন্যান্স ফর দ্য পুয়োর ইন বাংলাদেশ (বিএফপি-বি), বাংলাদেশের সিস্টেমস সল্যুশনস অ্যান্ড ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেডের (এসএসডি-টেক) নেতৃত্বে একটি কনসোর্টিয়ামের সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে।

অতি-ক্ষুদ্র ও ক্ষুদ্র ই-কমার্স ব্যবসায়ীদের ফাইন্যান্স এবং আউটসোর্সিং সহায়তা প্রদানের উদ্দেশ্যে ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক উন্নয়ন দপ্তরের অর্থায়িত বিজনেস ফাইন্যান্স ফর দ্য পুয়োর ইন বাংলাদেশ (বিএফপি-বি), বাংলাদেশের সিস্টেমস সল্যুশনস অ্যান্ড ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেডের (এসএসডি-টেক) নেতৃত্বে একটি কনসোর্টিয়ামের সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে।

এসএসডি-টেকের ঢাকাস্থ কর্পোরেট অফিসে একটি অনাড়ম্বর আয়োজনে বিএফিপি-বি’র পক্ষ থেকে চুক্তিপত্রে সই করেন নাথান এসোসিয়েটস লন্ডনের বুদ্ধিকা সামারাসিংহে ও এসএসডি টেকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান মেহেদী।

চুক্তি অনুযায়ী এসএসডি-টেক, মাইন্ড ইনিশিয়েটিভস এবং ইকুরিয়ার সম্মিলিতভাবে কাজ করবে অতি-ক্ষুদ্র ও ক্ষুদ্র ই-কমার্স রিটেইলারদের জন্যে।

চুক্তি সাক্ষরকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএফপি-বি এর টিম লিডার ক্রিস অগাস্ট, এসএসডি-টেক এর চেয়ারম্যান মাহবুবুল মতিন, মাইন্ড ইনিশিয়েটিভস এরপরিচালক মোঃ হারুন আল-রশিদ ও প্রধান নির্বাহী মহিউদ্দিন রাস্তি মোরশেদ, ইকুরিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব জি রাহুল।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।