ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১০.৫ ইঞ্চি সাইজের আইপ্যাড’র কাজ করছে অ্যাপল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
১০.৫ ইঞ্চি সাইজের আইপ্যাড’র কাজ করছে অ্যাপল

সম্ভবত অ্যাপল এবার ১০.৫ ইঞ্চি সাইজের আইপ্যাড’র কাজ করছে। প্রতিষ্ঠানটির তাইওয়ান-ভিত্তিক দুইটি সরবরাহকারী প্রতিষ্ঠান সুত্র, নতুন বছর ভক্তদের জন্য উপহার হিসেবে অ্যাপল নতুন আইপ্যাড আনছে বলে নিশ্চিত করেছে।
 

সম্ভবত অ্যাপল এবার ১০.৫ ইঞ্চি সাইজের আইপ্যাড’র কাজ করছে। প্রতিষ্ঠানটির তাইওয়ান-ভিত্তিক দুইটি সরবরাহকারী প্রতিষ্ঠান সুত্র, নতুন বছর ভক্তদের জন্য উপহার হিসেবে অ্যাপল নতুন আইপ্যাড আনছে বলে নিশ্চিত করেছে।

এর আগেও (আগস্টে) কোপার্টিনো জায়ান্টের এ পণ্যটি নিয়ে গুজব হয়েছিল। তবে ঐ সময়টা আন্দাজ করে বলা হয়েছিল যে, আসলে কি ২০১৭ সালে ভক্তদের জন্য সাড়ে ১০ ইঞ্চি মাপের আইপ্যাড আনছে অ্যাপল।

তবে এখনকার খবরে অনেকটা নির্ভর করা যেতে পারে।

কারণ সুত্র বলছে, এখন তাদের কাছে অস্পষ্ট এই বিষয় নিয়ে নতুন কিছু তথ্য আছে।

জিএসএমএরিনা তাদের প্রতিবেদনে তাইওয়ানের দুটি প্রতিষ্ঠান ডিভাইসটির বিষয় নিশ্চিত করেছে বলে জানিয়েছে।

আরো মজার বিষয় হচ্ছে নতুন এই আইপ্যাড তৈরির দিনক্ষণও (ডিসেম্বর) নির্ধারণ হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এ বিষয়টি আভাস দিচ্ছে পণ্য প্রকাশের। যেটা নিয়ে আমারা প্রত্যাশা করতে পারি ২০১৭ সালের প্রথম দিকেই এটি জনসম্মুখে আসতে পারে।

সংবাদমাধ্যম সুত্র মতে, আসন্ন এ ডিভাইসে খুব সম্ভবত অ্যাপলের নতুন এ১০এক্স চিপসেট থাকবে। এই একই চিপসেট যেটা অ্যাপলের আাগামী ১২.৯ ইঞ্চির আইপ্যাড প্রোতে অন্তর্ভূক্ত থাকবে বলে আশা করা হচ্ছে।

তবে এখন অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে, অ্যাপল কেন ঠিক এই সময় ১০.৫ ইঞ্চি আকারের ট্যাবের কথা ভাবছে। যখন তাদের ৯.৭ ইঞ্চি আছে আবার ১২.৯ ইঞ্চি আসছে।

এদিকে ডিজিটাইমসের প্রতিবেদনে বাড়তি একটি তথ্য যোগ করে বলা হয়েছে, দুইটি সুত্রের জোড়াল দাবি সাড়ে ১০ ইঞ্চি মাপের এই আইপ্যাড আগামী বছরের প্রথম প্রান্তিকেই ২ মিলিয়ন (২০ লাখ) সরবরাহের আশা করছে নির্মাতা প্রতিষ্ঠান।

তবে যেটাই হোক সত্যিকার তথ্য জানতে অপেক্ষা ছাড়া কিছুই করার নাই, যতক্ষণ না নির্মাতা প্রতিষ্ঠান এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ না করে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।