ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেলো সিম্ফনি মোবাইল

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেলো সিম্ফনি মোবাইল

টানা দ্বিতীয়বারের মতো বেস্ট হ্যান্ডসেট ব্র্যান্ডের পুরস্কার জিতে নিলো বাংলাদেশের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি মোবাইল। 

ঢাকা: টানা দ্বিতীয়বারের মতো বেস্ট হ্যান্ডসেট ব্র্যান্ডের পুরস্কার জিতে নিলো বাংলাদেশের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি মোবাইল।  
 
প্রায় পাঁচ হাজার ভোক্তার ওপর জরিপের পর বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং কান্টার মিলওয়ার্ড ব্রাউন-এর যৌথ প্রযোজনায় অ্যাওয়ার্ডটি দেওয়া হয়।

 

জরিপে দেশি-বিদেশি অনেক মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ডকে ছাপিয়ে প্রথম স্থান অর্জন করে সিম্ফনি মোবাইল।  

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম কর্তৃপক্ষের কাছ থেকে বেস্ট ব্র্যান্ড ২০১৬- মোবাইল ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জনকারী সিম্ফনির পক্ষ থেকে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ এবং ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শহীদ।

সুলভ মূল্যে সেরা পণ্য পৌঁছে দিয়ে সিম্ফনি কার্যকর এবং দক্ষ ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বাংলাদেশের কোটি গ্রাহকের মন জয় করে নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।