ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রবি’র কর্পোরেট গ্রাহক হলো ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
রবি’র কর্পোরেট গ্রাহক হলো ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি

রবি আজিয়াটা লিমিটেডের সঙ্গে একটি কর্পোরেট চুক্তি সই করেছে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, চট্টগ্রাম।

ঢাকা: রবি আজিয়াটা লিমিটেডের সঙ্গে একটি কর্পোরেট চুক্তি সই করেছে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, চট্টগ্রাম।
 
চুক্তির ফলে বিশ্ববিদ্যালয়টির সব শিক্ষক ও শিক্ষার্থীরা কর্পোরেট সল্যুশনস, ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম, ডিজিটাল অ্যাডভারটাইজমেন্ট সল্যুশন মোবিরিচের মতো বিভিন্ন ডিজিটাল সেবা উপভোগ করতে পারবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় রবি।

 
 
সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. দেলোয়ার হোসেন ও রবি’র এন্টারপ্রাইজ বিজনেসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।  
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ নুরুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শফি উদ্দিন, স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ডিরেক্টর এজেডএম ওবায়দুল্লাহ, কন্ট্রোলার অব এক্সামিনেশন জাহেদুর রহমান, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইনান্সের ডিরেক্টর তৌফিকুর রহমান ও পাবলিক রিলেশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোস্তাক খন্দকার।  
 
এছাড়া উপস্থিত ছিলেন রবি’র ক্লাস্টার মার্কেট ডিরেক্টর নাজির আহমেদ, জেনারেল ম্যানেজার আরিফ আহমেদ চৌধুরী ও কি অ্যাকাউন্ট ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন।  
 
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এমআইএইচ/জেডএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।