ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফরচুনের ‘বিজনেস পারসন অব দ্য ইয়ার’ জুকারবার্গ

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
ফরচুনের ‘বিজনেস পারসন অব দ্য ইয়ার’ জুকারবার্গ

বাণিজ্য বিষয়ক ম্যাগাজিন ফরচুনের ‘বিজনেস পারসন অব দ্য ইয়ার’ হলেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। ২০১৬ সালের জন্য ম্যাগাজিনটি তার নাম ঘোষণা করেছে। 

ঢাকা: বাণিজ্য বিষয়ক ম্যাগাজিন ফরচুনের ‘বিজনেস পারসন অব দ্য ইয়ার’ হলেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। ২০১৬ সালের জন্য ম্যাগাজিনটি তার নাম ঘোষণা করেছে।

 

বিশ্বব্যাপী সফল ব্যবসায়ীর উদাহরণ জুকারবার্গের প্রতিষ্ঠানে বর্তমানে মোট কর্মী সংখ্যা ১৬ হাজার।  

ভবিষ্যত দেখার অনন্য ক্ষমতা, অন্যান্ন বিষয়ের উপর দৃঢ়তা এবং যে বিষয়গুলো নিয়ে কাজ করেন সেগুলোকে বিশেষ পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষমতাই তাকে একজন সফল ব্যবসায়ীর খেতাব এনে দিয়েছে।  

২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি আরো চার বন্ধুকে নিয়ে ফেসবুক প্রতিষ্ঠা করেন জুকারবার্গ। বর্তমানে বিশ্বব্যাপী ১৮০ কোটি মানুষ নিয়মিত ফেসবুক ব্যবহার করছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।