ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফুডমার্টে চলছে ‘রবি ধামাকা ডিসকাউন্ট অফার’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
ফুডমার্টে চলছে ‘রবি ধামাকা ডিসকাউন্ট অফার’

গত দুই বছরের বেশি সময় ধরে অনলাইনের মাধ্যমে খাবার অর্ডার নেয়ার কাজ করে যাচ্ছে বর্তমান স্মার্ট সেবাদানকারী প্রতিষ্ঠান ফুডমার্ট।

এরই ধারাবাহিকতায় ফুডমার্টে (foodmart.com.bd) ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘রবি ধামাকা  ডিসকাউন্ট অফার’।

এই অফারের আওতায় রবি গ্রাহকরা ফুডমার্টের মাধ্যমে খাবার অর্ডার দিলে ১০ শতাংশ ছাড় পাচ্ছেন।

সুত্র মতে, রাজধানীর খিলগাঁও জোনের রবি গ্রাহকদের জন্য মিলবে এই অফার। খিলগাঁয়ের ১৫ টি স্বনামধন্য রেস্টুরেন্টে এই অফার চলবে ১১ নভেম্বর পর্যন্ত।
রেস্টুরেন্টগুলো হলো, Basilico,Cafe 5Six7,Al Fresco Khilgoan,Cafe Appeliano, Al Kaderia Cafe, Grind House, Bojra, Check Inn, Traditional bd Khilgoan, Farid Bon Appetit, Rizq Hotel & Restaurant, Mr. Burger, Aangan, Cafe Cherry Drops, Food Fair.

ভোজন-রসিকরা অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার দিতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করতে যেতে হবে গুগল প্লে স্টোরে।

গ্রাহকরা যাতে সাচ্ছন্দ্যে সেবাটি উপভোগ করতে পারে এজন্য “www.bit.ly/foodmartbd” অ্যাপসটিকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে।

এতে যুক্ত হয়েছে হালনাগাদ তথ্য, খাবারের মেনু, ডিসকাউন্ট অফার, রেস্টুরেন্ট রিভিউ, ফুডমার্ট টিভি, লাইভ চ্যাটিং, সবার ব্যক্তিগত তথ্যভান্ডার, গুগল ম্যাপের সাহায্যে রেস্তোরাঁ অনুসন্ধানের সুযোগ ও খাবারের সচিত্র উপস্থাপন।

ফুডমার্টের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন হেড এম এস আনোয়ার জানান, বর্তমান সময়ের খাবার প্রিয় মানুষগুলো অনেক আধুনিক এবং অনেক সচেতন। এই সচেতনতার অংশীদার ফুডমার্ট, প্রতিদিনেই তাদের বাসা এমনকি অফিসে পৌছে দিচ্ছে তাদের পছন্দের খাবার।

তার আশা রবির ডিসকাউন্ট অফার গ্রাহকদের মাঝে বেশ সাড়া ফেলবে। পাশাপাশি অনলাইনে খাবারের অর্ডার দিতে মানুষ আরও বেশি উদ্বুদ্ধ হবে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।