ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশ থেকে জিআইএ’তে যাচ্ছে আরএক্স ৭১

‌‌আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
বাংলাদেশ থেকে জিআইএ’তে যাচ্ছে আরএক্স ৭১

সেরা স্টার্ট আপ হিসেবে ফিনল্যান্ডের হেলসিংকিতে অনুষ্ঠিতব্য ইউরোপের সবচেয়ে বড় স্টার্টআপ প্রযুক্তি আয়োজন ‘স্ল্যাশ ২০১৬ গ্লোবাল ইমপ্যাক্ট এক্সিলারেটর ( জিআইএ)’তে অংশগ্রহনের সুযোগ পেয়েছে বাংলাদেশি স্টার্ট আপ ‘আরএক্স ৭১’।

আগামী ২২ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত চলা এই আয়োজনে বিশ্বের বড় বড় অর্থায়নকারী প্রতিষ্ঠানের সামনে নিজ নিজ উদ্ভাবনী প্রকল্প তুলে ধরতে পারবেন অংশগ্রহনকারীরা।

সংশ্লিষ্ট সুত্র মতে, বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর নির্বাচনের ভিত্তিতে উপস্থাপিত প্রকল্পগুলো পাবে বড় অর্থায়ন।
আরএক্স ৭১ ছাড়াও জিআইএ’তে যাওয়ার সুযোগ হয়েছে বাংলাদেশি স্টার্ট আপ ‘১০ মিনিটস স্কুল’।

২০ অক্টোবর স্ল্যাশের ওয়েবসাইটে (http://www.slush.org/news/introducing-global-impact-accelerator-participants-2016/) ‘জিআই্এ’ প্রতিযোগি হিসেবে ফিনল্যান্ডের টিকেট পাওয়া প্রতিযোগিদের নাম প্রকাশ করা হয়েছে। নির্বাচিত স্টার্টআপগুলোর ফিনল্যান্ডে যাবার যাবতীয় খরচ স্লাশ বহন করে থাকে।  

স্ল্যাশের তথ্য অনুযায়ী, বৈশ্বিক এ প্রতিযোগিতায় হাজারো উদ্যোক্তা অংশ নেন। স্ল্যাশের আঞ্চলিক প্রতিযোগিতায় উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন উদ্যোক্তারা। বিশ্বের ২১ টি দেশে এ প্রতিযোগিতা হয় এবং ৪০টি স্টার্টআপ চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়।

২৬ আগস্ট ঢাকার ধানমন্ডি ইএমকে সেন্টারে অনুষ্ঠিত প্রাথমিক বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজেদের প্রকল্প তুলে ধরেন। পরে বাংলাদেশ পর্বের চূড়ান্ত বাছাই হয় এমসিসি লিমিটেড এর এম ল্যাবে। বাংলাদেশ থেকে প্রথমে ৩ টি স্টার্টআপকে বাছাই করে পাঠানো হয় এবং স্ল্যাশ গ্লোবাল সিলেকশান টিম দুটি প্রকল্পকে হেলসিংকির বৈশ্বিক ইভেন্টের জন্য নির্বাচিত করেন।

স্মার্টআপদের জন্য বিশ্বের সবচেয়ে বড় এই ইভেন্টে অংশগ্রহণ প্রসঙ্গে আরএক্স৭১ এর সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন  বলেন, স্ল্যাশের বৈশ্বিক ইভেন্টে বাংলাদেশের উদ্যোগ হিসেবে আরএক্স ৭১ অংশ নেবে এটা গর্বের বিষয়। এই ধরনের ইভেন্টে এবারই প্রথম আমরা অংশ নিচ্ছি।

গত ২ বছরের বেশি সময় ধরে ৬০ জনের বেশি উদ্যমী তরুণ তরুণী মিলে প্রচুর গবেষণালব্ধ তথ্য দিয়ে এই সার্ভিসটি চালু করা হয়েছে।
গত মে মাসে সার্ভিসটি চালু করার পর আমরা ব্যাপক সাড়া পেয়েছি। এই ৫ মাসে সাড়ে তিন লাখ মানুষ প্রায় ৪৫ লাখের বেশিবার আমাদের সার্ভিস নিয়েছে।

এতদিন আমরা নিজস্ব ফান্ডিংয়ে চলেছি। এখন মানুষের কাছে সেবাটি পৌঁছানোর জন্য বড় অঙ্কের বিনিয়োগ দরকার। বিশ্বের বড় বড় বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণের জন্যই আমরা স্লাশ’কে বেছে নিয়েছি।

তিনি আরো জানান, গত বছরে এই ইভেন্টে সারা বিশ্ব থেকে ৭০০‘র অধিক বিনিয়োগকারী এবং বিবিসি, ফোর্বস, টেকক্রাঞ্ছ সহ  ৬০০ এর বেশি মিডিয়া অংশগ্রহণ করে।
নিজাম উদ্দিন বলেন, আরএক্স৭১ মানুষের দৈনন্দিন জীবনের স্বাস্থ্যগত সমস্যার সমাধান দেবার চেষ্টা করে থাকে। যেমন আমাদের অন্যতম একটা সমস্যা হলো, কোন ডাক্তার এর কাছে যাব, এইটা বুঝতে না পারা। আপনার যাওয়া উচিত মেডিসিন বিশেষজ্ঞের কাছে, কিন্তু চলে গেলেন সার্জনের কাছে।

তাহলে বিপদে পড়ার আশঙ্কা থাকে। কিন্তু আমাদের এই অ্যাপটি আপনাকে গাইড করবে আপনার কোন ডাক কাছে যাওয়া উচিত এবং সেই ডাক্তারের সাথে যোগাযোগের ব্যবস্থাও করবে।

এমনকি অ্যাপটি আপনার শারীরিক ও মানসিক লক্ষণের ভিত্তিতে আপনার সম্ভাব্য রোগের তালিকা দেওয়ার সঙ্গে রোগের বিস্তারিত তথ্যও দেবে।

ফ্রি এই অ্যাপের ডাউনলোড লিংক https://play.google.com/store/apps/details?id=co.rx71.health&hl=en)।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।