ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৩০ লাখ মানুষ ডিজিটাল ওয়ার্ল্ড মেলা সর্ম্পকে জেনেছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
 ৩০ লাখ মানুষ ডিজিটাল ওয়ার্ল্ড মেলা সর্ম্পকে জেনেছে ছবি:কাশেম হারুন

ঢাকা: নন-স্টপ বাংলাদেশ থিমকে সামনে রেখে তিন দিনব্যাপী ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬’ মেলা সর্ম্পকে অনলাইনে ৩০ লাখ মানুষ জানতে পেরেছে বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুক্রবার (২১ অক্টোবর) রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল সিটি বসুন্ধরায় মেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য তিনি এ কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, এবারে মেলায় স্ব-শরীরে অংশগ্রহণ করেছেন ৩ লাখ ৪৪ হাজার মানুষ। অনলাইনে আবেদনের মাধ্যমে অংশগ্রহণ করেছেন আরও ১ লাখ মানুষ। সব মিলে ৪ লাখ ৪৪ হাজার মানুষ ডিজিটাল ওয়ার্ল্ড মেলায় অংশগ্রহণ করেছেন। আগামীতে এর সংখ্যা আরও বাড়বে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর শিকদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম এবং বাংলাদেশ সফটওয়ার অ্যান্ড ইনফর্মেশন সার্বিসের (বেসিস) সভাপতি মোস্তফা জব্বার প্রমুখ।

উল্লেখ্য অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ গঠনের অবদান রাখার জন্য সাতটি ক্যাটাগরিতে ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬ পুরুস্কার দেয়া হয়। ক্যাটাগরি গুলো হচ্ছে- শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সাংবাদিকতা, সফটওয়ার ইনোভেশন, হার্ডওয়ার ইনোভেশন এবং নাগরিক সেবা।

বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
এমএফআই/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।