ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইসিটিতে ক্যাশ ইনসেনটিভ দেওয়া হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
আইসিটিতে ক্যাশ ইনসেনটিভ দেওয়া হবে ছবি: সুমন শেখ-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমান সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতকে অগ্রাধিকার দিচ্ছে। এ খাতের উন্নয়নে ক্যাশ ইনসেনটিভ দেওয়া হবে।



শুক্রবার (২১ অক্টোবর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনেভনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘দি রোড টু ফাইভ বিলিয়ন ডলার আইসিটি এক্সপোর্ট বাই ২০২১’ শীর্ষক সেমিনারটি আয়োজন করে ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬ কর্তৃপক্ষ।

তোফায়েল আহমেদ বলেন, ২০২১ সালের মধ্যে পাঁচ বিলিয়ন ডলারের আইসিটি পণ্য রপ্তানি করা সম্ভব। কারণ বঙ্গবন্ধু খালি হাতে স্বপ্ন দেখেছিলেন। এখন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্নকে বাস্তবায়ন করছেন। বঙ্গবন্ধু প্রথম বাজেট করেছিলেন মাত্র ৭শ’ ৮৭ কোটি টাকার। এখন বাজেট তিন লাখ কোটি টাকারও বেশি।

তিনি বলেন, দুই-তিনশ কোটি টাকা ব্যয় করে যদি এর দ্বিগুণ আয় সম্ভব হয়, তবে কেন সরকার সহায়তা করবে না। অবশ্যই করবে। সব খাতেই সরকার ইনসেনটিভ দিচ্ছে। আর আইসিটি খাত সরকারের প্রায়োরিটির মধ্যেই রয়েছ। তাই আইসিটি খাতেও ক্যাশ ইনসেনটিভ দেওয়া হবে।

সেমিনারে উন্মুক্ত আলোচনায় আইসিটিতে প্রণোদনার বিষয়টি সামনে আনেন বক্তারা। এর পরিপ্রক্ষিতেই বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ আরও বলেন, ভিশন ২০২১ এর লক্ষ্য দুইটি। তা হলো ডিজিটাল বাংলাদেশ ও মধ্য আয়ের দেশে পরিণত হওয়া। আমরা ইতোমধ্যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করেছি। এখন সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনের দিকে যাচ্ছি। তাই ভিশন ২০২১ বাস্তবায়ন হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির নির্বাহী সভাপতি কাজী মো. আমিনুল ইসলাম বলেন, আইসিটির বিষয়ে ইনক্লুসিভ হতে হবে। এই ইনক্লুসিভ হচ্ছে শিক্ষার ইনক্লুসিভ, সরকারের ইনক্লুসিভ তথা সকলের ইনক্লুসিভ।
 
তিনি বলেন, আমাদের বিদ্যুতের সমস্যা আর নেই। তবে দক্ষতার অভাব রয়েছে। তাই দক্ষতার আপগ্রেড করতে হবে।

সভাপতির বক্তব্যে বেসিসের সভাপতি মোস্তফা জব্বার বলেন, সব শিল্পেই যদি প্রণোদনা দেওয়া হয়, তবে মেধাস্বত্ত্ব শিল্পে কেন থাকবে না। এ শিল্পে প্রণোদনা দিলে উৎসাহ আরও বাড়বে।

তিনি বলেন, আমাদের বিনিয়োগের সমস্যা রয়েছে। দক্ষ মানবসম্পদ নেই। যেটা আছে তা এন্ট্রি লেবেলের। কিন্তু মধ্যম ও শীর্ষ লেবেলের দক্ষ মানবসম্পদ গড়তে না পারলে ৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্য সফল হবে না।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, কাজী আইটির হেড অব মার্কেটিং মাইক কাজী, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রোকোনুজ্জামান, ডাটাসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব জামান, ইউটিসি অ্যাসোসিয়েটস আজিজ আহমেদ প্রমুখ।
 
আইসিসিবিতে গত ১৯ অক্টোবর (বুধবার) থেকে দেশের সবচেয়ে বড় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মেলা ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬ অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (২১ অক্টোবর) রাত ৮টায় মেলার পর্দা নামবে।

সরকারের আইসিটি বিভাগ আয়োজিত মেলায় সহযোগিতা করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতি, বাংলাদেশ উইমেন ইন ইনফরমেশন টেকনোলজি, সিটিও ফোরাম বাংলাদেশ, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
ইইউডি/জিপি/আরআই

**
গন্তব্য আইসিসি,বি-শেষদিনের ডিজিটাল ওয়ার্ল্ড
** কোনো হুমকিকেই চ্যালেঞ্জ মনে করছি না

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।