ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ওভারলোডেড পরিবহন ফেরিতে উঠলেই ডিজিটাল ফাঁদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
ওভারলোডেড পরিবহন ফেরিতে উঠলেই ডিজিটাল ফাঁদ ছবি: দীপু মালাকার

ঢাকা: ওভারলোডেড ট্রাকসহ যেকোনো পরিবহন নৌরুটের রো রো ফেরিতে আর উঠতে পারবে না। উঠলেই ডিজিটাল ফাঁদে পড়বে, এমনকি জরিমানাও গুনতে হবে সংশ্লিষ্টদের।

সেই ব্যবস্থা করতে যাচ্ছে নৌ-পরিবহন মন্ত্রণালয়। দেশের প্রতিটি ফেরিঘাটে স্থাপন করা হবে ডিজিটাল ব্রিজ স্কেল। এর মাধ্যমে পাট, ভুট্টা, ধান, গম, চাল, খড়ি বোঝাই ট্রাক ওজন করা হবে।

ট্রাকের ওজন ডিজিটাল ব্রিজ স্কেলে পরিমাপ হয়ে যাবে। ডিজিটাল পদ্ধতিতে মালবাহী ট্রাক ওজন হওয়ার সঙ্গে সঙ্গে মালিকের মোবাইলে অটোমেটিক এসএমএস চলে যাবে।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আসিসিবি) ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’র এমভি মধুমতি স্টলে এসব তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (২০ অক্টোবর) চলছে এ আয়োজনের দ্বিতীয় দিন। এদিন স্টলে বেড়েছে প্রযুক্তিপ্রেমীদের ভিড়।

এমনকি পাট, ভুট্টা, ধান, গম, চাল, খড়িসহ নানা পণ্য ক্রেতারা মোবাইলে অটোমেটিক এসএমএস পাবেন। ট্রাকে সঠিক পরিমাণে পণ্য আসার তথ্যও পাবেন আড়তদারেরা। তবে এর আগে নৌ পরিবহনের মাধ্যমে এসব তথ্য পেতে হলে ট্রাকের মালিক ও আড়তদারদের মোবাইলে অ্যাপ ডাউনলোড করতে হবে। ফলে ওভারলোডেড ট্রাকের এসএমএস উভয়ের মোবাইলে পৌঁছে যাবে।
 
নৌ-দুর্ঘটনা রোধ ও ফেরিগুলোকে যথাযথভাবে রক্ষণাবেক্ষণের লক্ষ্যেই এমন উদ্যোগ নিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। প্রাথমিকভাবে শিমুলিয়া-কাওড়াকান্দি, দৌলতদিয়া-পাটুরিয়া, চাঁদপুর, শরিয়তপুর, ভোলা, লক্ষ্মীপুর ফেরিঘাটে ডিজিটাল ব্রিজ স্কেল স্থাপন করা হবে।

স্টলে দায়িত্বরত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম মিশা বাংলানিউজকে বলেন, ফেরি আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদকে রক্ষা করতেই ডিজিটাল ব্রিজ স্কেল স্থাপন করা হবে, যেনো ওভারলোডেড ট্রাক ফেরিতে উঠতে না পারে। ফেরিতে ওঠার আগেই ডিজিটাল মেশিনে ধরা পড়বে। পরে ট্রাকের মালিকসহ সংশ্লিষ্টদের জরিমানা করা হবে। কারণ, অতিরিক্ত মালবাহী ট্রাকের কারণে ফেরির অর্থনৈতিক আয়ুষ্কাল নষ্ট হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
এমআইএস/এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।