ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ওয়ালটন ল্যাপটপে স্টুডেন্টদের জন্য ৫ শতাংশ ছাড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
ওয়ালটন ল্যাপটপে স্টুডেন্টদের জন্য ৫ শতাংশ ছাড় ছবি: কাশেম হারুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের ল্যাপটপে স্টুডেন্টদের জন্য পাঁচ শতাংশ ছাড় দিয়েছে। গত ২২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বাজারে আসার পর থেকেই এই ছাড় দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চার নম্বর হলে ডিজিটাল ওয়াল্ড ২০১৬ উপলক্ষে আয়োজিত মেলায় এই ল্যাপটপ পাওয়া যাচ্ছে।

এছাড়া ক্রেতারা অন্য যে কোনো শো-রুম থেকেও ক্রয় করতে পারেন।

২০টি মডেলের ল্যাপটপের দাম ২৯ হাজার ৫শ’ থেকে শুরু করে ৯৫ হাজার ৫শ’ টাকা পর্যন্ত রয়েছে। ল্যাপটপে এক বছরের ওয়ারেন্টি রয়েছে। এছাড়া নতুন এই ল্যাপটপে জিটিএক্স গ্রাফিক্স যুক্ত করা হয়েছে।

বাংলাদেশ কম্পিউটার সমিতি, বাংলাদেশ উইমেন ইন ইনফরমেশন টেকনোলজি, সিটিও ফোরাম বাংলাদেশ, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের তিন দিনব্যাপী আয়োজিত এই মেলা চলবে শুক্রবার (২১ অক্টোবর) পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
আরএটি/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।