ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গেমসে ২৫ মার্চের কালো রাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
গেমসে ২৫ মার্চের কালো রাত ছবি: কাশেম হারুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ১৯১৭ সালের ২৫ মার্চ কালো রাতে পাকিস্তান হানাদার বাহিনী ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসহ রাজধানীর সাধারণ মানুষের উপর বর্বর হামলা চালিয়েছিল। সেই ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে ওয়ার-৭১ নামে একটি গেমস তৈরি করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাঁচ শিক্ষার্থী।

 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬ উপলক্ষে আয়োজিত মেলায় শিক্ষার্থীরা গেমসটির প্রদর্শন করেন।

 

এ বিষয়ে শিক্ষার্থী আব্দুল মমিন বাংলানিউজকে বলেন, ১৯১৭ সালের ২৫ মার্চ কালো রাতে পাকিস্তান হানাদার বাহিনী রাজারবাগ পুলিশ লাইনসহ রাজধানীর সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছিল। আমরা নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাস সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করছি।

ওয়ার-৭১ গেমসটি ভিআর (ভারচুয়াল রিয়েলিটি), গুগল প্লেস্টরের মাধ্যমে ডাউনলোড করা যাবে।

এছাড়া বাজারে এই গেমসের সিডি পাওয়া যাচ্ছে বলে জানান এ শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
আরএটি/জিপি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।