ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্যামসাং থেকে মুখ ফেরাচ্ছেন পুরোনো ইউজার’রাই

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
 স্যামসাং থেকে মুখ ফেরাচ্ছেন পুরোনো ইউজার’রাই

ঢাকা: কারো পকেটে কিংবা কারো গাড়িতে, আবার কোনো কোনো ক্ষেত্রে কথা বলার সময়ই বিস্ফোরিত হচ্ছে স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭ মডেলের মোবাইল ফোনগুলো। অবস্থা এমন যে অগ্নিকাণ্ডের আশঙ্কায় নিজেদের ফ্লাইটে গ্যালাক্সি নোট ৭ মডেলের মোবাইল ফোনগুলোকে নিষিদ্ধ ঘোষণা শুরু করেছে বিশ্বের নামিদামী এয়ারলাইন্সগুলো।

দেশি-বিদেশি সংবাদমাধ্যমগুলোতে প্রায় প্রতিদিনই চোখে পড়ছে স্যামসাং গ্যালাক্সি নোট ৭ সংশ্লিষ্ট বিভিন্ন ‍অঘটনের সংবাদ। ফলে বিশ্বাসযোগ্যতা এবং ব্রান্ড ভেল্যু হারানোর হুমকিতে পড়েছে বিশ্বের এক সময়ের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠানটি।

পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, কিছুদিন আগেও যে ব্যক্তি স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭ কিনতে মুখিয়ে থাকতেন তিনিই এখন ফিরেও তাকাচ্ছেন না স্যামসাংয়ের কোনো মোবাইলের দিকে।

সম্প্রতি এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপ চালানো হয় স্যামসাং মোবাইল ব্যবহারকারীদের ওপর। সেখানে অংশ নেয়া বেশির ভাগ লোকই জানিয়েছেন যে তারা স্যামসাং মডেলের আর কোনো মোবাইল ফোনই কিনবেন না।

অক্টোবরের ১১ থেকে ১২ তারিখ পর্যন্ত এক হাজার লোকের ওপর এ জরিপ চালানো হয়। জরিপে অংশগ্রহণকারীরা সবাই ই-কমার্সে কেনাকাটা করতে পছন্দ করেন।

জরিপে অংশ নেয়া স্যামসাংয়ের পুরোনো ব্যবহারকারীদের ৬২ শতাংশ জানিয়েছেন তারা স্যামসাংয়ের বদলে অন্য কোনো কোম্পানির স্মার্টফোন কিনবেন। তাদের মধ্যে ৩০ শতাংশ জানিয়েছেন তারা নিজেদের পছন্দের স্মার্টফোন হিসেবে আইফোনকে বেছে নেবেন, ৮ শতাংশ বেছে নেবেন গুগলের পিক্সেল ফোনটিকে।

এর আগে সেপ্টেম্বরের ২১ থেকে ২২ তারিখে এই একই জরিপে অংশ নেওয়া ৩৪ শতাংশ পুরোনো ব্যবহার জানিয়েছিলেন তারা স্যামসাং মোবাইল ব্যবহার চিরতরে বন্ধ করবেন।

যদিও জরিপে প্রাপ্ত তথ্যের বিপরীতে কোনো মন্তব্য করেনি স্যামসাং কর্তৃপক্ষ।

সম্প্রতি স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭ মডেলের মোবাইল বিস্ফোরণের পর তা ফিরিয়ে নিয়ে নতুন মোবাইল দেওয়ার ঘোষণা দেয় মোবাইল প্রস্তুতকারক এই প্রতিষ্ঠানটি। কিন্তু বদলে দেওয়া মোবাইলটিতেও বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া বিভিন্ন দেশের বিমান কর্তৃপক্ষ প্লেনে স্যামসাংয়ের মোবাইল বন্ধ করে রাখার কথা বললেও সম্প্রতি বিস্ফোরণের ঘটনা বেড়ে যাওয়ায় স্যামসাংয়ের মোবাইল বহনের ওপরই নিষেধাজ্ঞা জারি করে এয়ারলাইন্সগুলো। ফলে দিন দিন পুরোনো ব্যবহারকারীদেরই চক্ষুশূল হয়ে উঠছে স্যামসাংয়ের পণ্যগুলো

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।