ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগল ফটো’তে ছবি, ভিডিও হবে এনিমেশন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
গুগল ফটো’তে ছবি, ভিডিও হবে এনিমেশন

সার্চ জায়ান্টের ফটো অ্যাপ ‘গুগল ফটো’। সম্প্রতি গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে এতে।

সাধারণত বিভিন্ন পাল্টফর্মে হালনাগাদ বা নতুন ফিচার আসার নজির রয়েছে পর্যায়ক্রমে।

কিন্তু গুগল এবার একসাথে সব প্লাটফর্মে ‘অ্যন্ড্রয়েড আইওএস, ওয়েবে’ আপডেটটি চালু করেছে।

ফলে অ্যাপটির ব্যবহারকারীরা এখন নিজেদের ছবি, ভিডিও’কে সামাজিক মাধ্যমে শেয়ারের উপযোগী করে অ্যানিমেশন তৈরির সুযোগ পাচ্ছে।

নতুন ও সময়োপযোগী এই হালনাগাদে ছবিকে প্রাণবন্ত করা ছাড়াও আরো চমৎকারভাবে উপস্থাপনের জন্য কিছু সেগমেন্ট যুক্ত করা হয়েছে।

যে কোনো প্লাটফর্মের ব্যবহারকারীরা গুগল ফটো অ্যাপে ভিডিও অথবা ছবি আপলোড করতে পারবে।

আর এগুলো খুজে পেতে সাইডে ক্লিক করলে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে ছবিকে পরিশোধন, ঘোরানো এবং কোনো কোনো ছবিকে নতুন করে তৈরি করবে।

বলা হচ্ছে, গুগল ফটো সেবায় এই নতুনত্ব পুরোপুরি স্পষ্ট করছে এই পদ্ধতি অ্যাপটিকে আরো বেশি প্রতিযোগিপূর্ণ করে তুলবে।

গুগলের দাবি, নতুন আপডেটের ফলে ব্যবহারকারীদের ম্যানুয়ালি বা হাত দিয়ে কিছুই করতে হবেনা।

কারণ ফটো অ্যাপই মেশিন লার্নিং ব্যবহার করে সবকিছু সম্পাদন করে। ব্যবহারকারীদের শুধুমাত্র ভিডিও অথবা ইমেজ আপলোড করতে হবে এবং অ্যাপসের সহকারী ট্যাবের আওতায় থাকা গুগলের শো কার্ডের জন্য অপেক্ষা করতে হবে।

এছাড়া শেয়ার যোগ্য এনিমেশন তৈরির পদ্ধতি ব্যবহারকারীদের কাছে খুব জানাশোন মনে হবে।

উল্লেখ্য, এতোদিন এর কিছু ফিচার ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় পদ্ধতিতে ছবি খুজে নিয়ে অ্যালবাম তৈরি এবং ছবির ধারণা অনুযায়ী মুভি তৈরির সুবিধা দিতো।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।