ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অভিনব উদ্যোগের পুরস্কার পেয়েছে ‘আরএক্স ৭১’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
অভিনব উদ্যোগের পুরস্কার পেয়েছে ‘আরএক্স ৭১’

তথ্যপ্রযুক্তিকে ব্যবহার করে দেশের স্বাস্থ্য সেবার উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছে আরএক্স৭১। যুগোপযোগী এই উদ্যোগের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ‘ব্র্যাক মন্থন ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ডের’ ই-হেলথ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে আরএক্স৭১।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আরএক্স ৭১ লিমিটেডের পক্ষ থেকে প্রতিষ্ঠানের সহ প্রতিষ্ঠাতা তারেক হাসান ও মেহেদী হাসান পুরস্কার গ্রহন করেন।

আরএক্স ৭১ লিমিটেডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন বলেন, দেশের মানুষকে স্বাস্থ্যসচেতন করতে, রোগ সম্পর্কে সাধারণ ধারণা দিতে এবং জরুরি মুহূর্তে কোন চিকিসকের কাছে যেতে হবে সে-বিষয়ক দরকারি তথ্য সরবরাহ করছে আরএক্স৭১। ভবিষ্যতে আরো কিছু তথ্য প্রযুক্তিভিত্তিক সেবা চালুর পরিকল্পনা রয়েছে আামদের। গত দুই বছর গবেষণা করে এই সেবা চালু করা হয়েছে। সেবাটিকে আমরা বলছি স্বাস্থ্যসেবায় ৩৬০ ডিগ্রি সলিউশন।

তিনি আরও বলেন, গত মে মাসে সেবাটি উন্মুক্ত করে দেবার পর এই ৫ মাসে ৩ লাখের বেশি মানুষ ৪০ লাখের বেশিবার সেবা নিয়েছে।
বর্তমানে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে ৯৭৯টি রোগ ও লক্ষণ সম্পর্কে বিস্তারিত ডেটাবেইস নিয়ে তৈরি করা হয়েছে স্বাস্থ্যজ্ঞান মডিউল। প্রতিটি রোগের বর্ণনা, লক্ষণ, কারণ, সাধারণ জিজ্ঞাসা, হেলথ টিপস, অ্যানিমেটেড ভিডিওসহ আরও তথ্য রয়েছে এই বিভাগে।

এর পাশাপাশি রয়েছে আর এক্স ৭১ এর অভিনব হেলথ অ্যাপ যার মাধ্যমে একজন ব্যক্তি নিজের মানসিক এবং শারীরিক লক্ষণের ভিত্তিতে নিজের সম্ভাব্য রোগ নিজেই নির্ণয় করতে পারবে এবং ট্রিটমেন্টের জন্য খুজে নিতে পারবে সঠিক ডাক্তার। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ভার্সনেই পাওয়া যাচ্ছে।

এছাড়া ৩’শর বেশি দেশি খাদ্যের পুষ্টিগুণ নিয়ে তৈরি হয়েছে খাদ্য ও পুষ্টি বিভাগ। নিজের ডায়েট প্ল্যান নিজেই তৈরি করা যাবে এই এর মাধ্যমে।
সাড়ে সাত হাজারের বেশি ডাক্তারের ছবি, ডিগ্রি এবং ভিজিটিং কার্ডের স্ক্যানড কপি নিয়ে তৈরি করা হয়েছে ডাক্তার ডিরেক্টরি বিভাগ।

এখান থেকে চিকিসার জন্য উপযুক্ত ডাক্তার খুঁজে পাওয়া যায় খুব সহজে। ডাক্তারদের রেটিং করার মাধ্যমেও সবচেয়ে ভালো ডাক্তার খুঁজে পেতে পারেন আমাদের এই বিভাগ থেকে।

৭০০টিরও বেশি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিস্তারিত তথ্য পাওয়া যাবে হসপিটাল ডিরেক্টরি বিভাগে।

অনুষ্ঠানে আরো জানানো হয়, শিগগিরই চিকিসকের অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু করা হবে। এছাড়া দেশের হাসপাতালগুলোকে অটোমেশনের জন্য হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম ইতিমধ্যেই বেশ কিছু হাসপাতালে সফলভাবে সেবা দিয়ে যাচ্ছে ।

মানুষকে সহজে তথ্য পৌঁছে দিতে ব্যবহারবান্ধব ওয়েবসাইট, অ্যাপ ও হাসপাতাল ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে সমন্বয় রাখার কাজটিও করছে আরএক্স ৭১।

অ্যাপটি ডাউনলোডের লিংক https://goo.gl/2w9glc

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।