ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইফোন সেভেন-সেভেন প্লাস আনছে রবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
আইফোন সেভেন-সেভেন প্লাস আনছে রবি

ঢাকা: গ্রাহকদের জন্য অ্যাপলের সর্বাধুনিক এবং সর্বশেষ সিরিজের হ্যান্ডসেট আইফোন সেভেন এবং সেভেন প্লাস নিয়ে আসছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

সর্বাধুনিক ফিচার ও ক্যামেরা সম্বলিত হ্যান্ডসেট দু’টির ব্যাটারির স্থায়িত্বও আগের যেকোনো অ্যাপল হ্যান্ডসেটের চেয়ে বেশি।

পানি ও ধুলাবালি রোধক প্রযুক্তি সম্বলিত অ্যাপলের সর্বশেষ সংস্করণের হ্যান্ডসেট দু’টি আগামী ২০ অক্টোবর থেকে রবি’র নির্ধারিত গ্রাহকসেবা কেন্দ্রে পাওয়া যাবে।

রবি মঙ্গলবার (১১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রাহকরা অ্যাপলের ওয়ারেন্টিযুক্ত হ্যান্ডসেট পেতে আগামী ১৪ অক্টোবর থেকে প্রি-অর্ডার করতে পারবেন।

এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনার জন্য রবির ওয়েবসাইটে (www.robi.com.bd) ভিজিট করতে পারেন।

আইফোন সেভেন এবং সেভেন প্লাস ফোন দু’টি সম্পর্কে আরো বিস্তারিত জানতে গ্রাহকদের www.apple.com/iphone এই ওয়েবসাইটে ভিজিট করার পরামর্শ দিয়েছে রবি।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
এমআইএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।