ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চীনে বিক্রি দুই লাখ নোট ৭ তুলে নিচ্ছে স্যামসাং

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
চীনে বিক্রি দুই লাখ নোট ৭ তুলে নিচ্ছে স্যামসাং

ঢাকা: ব্যাটারি জটিলতায় বিক্রি বন্ধ থাকা নোট ৭ এর প্রায় দুই লাখ হ্যান্ডসেট চীনের বাজার থেকে তুলে নেওয়ার কথা জানিয়েছে স্যামসাং।   

এক বিবৃতিতে দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কোয়ালিটি সুপারভিশন, ইন্সপেকশন বিভাগ জানায়, এখন পর্যন্ত ২০টি নোট ৭-এ আগুন ধরার অথবা ব্যাটারি অতিমাত্রার গরম হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এদিকে, ক্রেতাদের যেকোনো ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে হ্যান্ডসেটটি বিক্রি বন্ধ করে দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। বিষয়টিকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রের গ্রাহক পণ্য নিরাপত্তা কমিশন বিবৃতি দিয়েছে।

এর আগে ব্যাটারি জটিলতার কারণে গত ১৪ সেপ্টেম্বর চীনের বাজারে প্রায় দুই হাজার নোট ৭ ডেকে পাঠায় স্যামসাং। সে সময় ক্রেতাদের তা বদলে নেওয়ার বা অর্থ ফেরত নেওয়ার পরামর্শ দেওয়া হয়।  

গত আগস্টে ঢাকঢোল পিটিয়ে বাজারে আসে নোট ৭। কিন্তু দিনকয়েকের মধ্যেই স্মার্টফোনটির ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটতে থাকে।  

মঙ্গলবার (১১ অক্টোবর) বিশ্ববাজারে স্যামসাংয়ের শেয়ারের মূল্য একদিনে সর্বোচ্চ ৮ শতাংশ কমে যাওয়া খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।