ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কি লু মাইক্রোসফট ছেড়ে যাওয়ায় দায়িত্ব ভাগাভাগি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
কি লু মাইক্রোসফট ছেড়ে যাওয়ায় দায়িত্ব ভাগাভাগি

মাইক্রোসফটের অ্যাপ্লিকেশন অ্যান্ড সার্ভিসেস এর প্রধান কি লু তার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। প্রতিষ্ঠানের সিইও সত্য নাদেলা ২৯ সেপ্টেম্বর কর্মীদেরকে ইমেইল বার্তায় লু,র চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন।

কারণ হিসেবে সেখানে উল্লেখ করা হয়,  পূর্বের আঘাত জনিত কারণে শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন লু, শুস্থ হতেই প্রতিষ্ঠান ছেড়েছেন তিনি।

কি লু পরিচালিত ইউনিটটি মাইক্রোসফটের অফিস অ্যাপ্লিকেশন এবং সার্চ বিং টিম দিয়ে গঠন করা হয়েছিল। কিন্তু দায়িত্ব ছেড়ে যাওয়ায় দলটি পুন:গঠিত করা হয়েছে এবং পৃথক নতুন বিভাগগুলোতে দায়িত্ব ভাগাভাগি করে দেয়া হয়েছে।

নাদেলা মেইলে আরো জানান, শুস্থ হয়ে মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা বিল গেটস এবং তার ব্যক্তিগত উপদেষ্টা হিসেবে লু কাজ চালিয়ে যাবেন। তবে  আগের দায়িত্বে তিনি  ফিরবেন না।

২০০৮ সালে মাইক্রোসফটের অনলাইন সার্ভিস ব্যবসা পরিচালনার জন্য লু’কে নিযুক্ত করা হয়। সে সময়ে তিনি  ইয়াহুতে চাকরি করতেন। মাইক্রোসফটের দায়িত্বে থাকাকালীন খুব কমই অনুষ্ঠানগুলোতে তিনি উপস্থিত থাকতেন। তবে নিজের কাজে যথেষ্ট পরিশ্রমী এবং আত্মবিশ্বাসী ছিলেন লু।

মাইক্রোসফটের ঘোষণা অনুযায়ী, বিং ও কর্টানা বিভাগের দায়িত্ব এখন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হারি স্যাম চালাবেন। স্যাম এছাড়াও রিসার্চ গ্রুপ ও নতুন এআই এর কাজে নেতৃত্ব দেবেন।

এছাড়া অফিস বিভাগটি পরিচালনার দায়িত্ব পাচ্ছেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রাজেশ ঝা । যিনি তার কাজ সম্পর্কে নাদেলাকে অবহিত করবেন। মাইক্রোসফটের সিনিয়র লিডারশিপ টিমের নতুন সদস্য তালিকাতেও নাম যাচ্ছে তার। স্কাইপে টিমটিও পরিচালনার দায়িত্ব পাচ্ছেন ঝা।

আর বর্তমান স্কাইপে প্রধান গরদীপ পাল’কে নতুন দায়িত্ব দেয়া হচ্ছে, তবে উল্লেখ করা হয়নি তার জন্য নির্ধারণ করা হয়েছে কোন বিভাগটি।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬

এমএএ/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।