ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শ্রমিক কল্যাণ তহবিলে আড়াই কোটি টাকা দিলো রবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
শ্রমিক কল্যাণ তহবিলে আড়াই কোটি টাকা দিলো রবি

ঢাকা: দুই বছরের মুনাফার ওপর ভিত্তি করে সরকারের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে আড়াই কোটি টাকার অনুদান দিয়েছে মোবাইল ফোন অপারেটর রবি।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হকের কাছে ২ কোটি ৫০ লাখ ২১ হাজার ৩৬৫ টাকার একটি চেক হস্তান্তর করা হয়।



রবির ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিওপিপিএফ) থেকে ২০১৬: ২০১৫ সালের মুনাফার ওপর ভিত্তি করে এ অনুদান দেওয়া হয়েছে।

রবির পক্ষ থেকে এইচআর বিজনেস পার্টনারিংয়ের ভাইস প্রেসিডেন্ট মো. ফয়সাল ইমতিয়াজ খান, করপোরেট ফিন্যান্সের ভাইস প্রেসিডেন্ট আলাউদ্দিন ও করপোরেট অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট শরীফ শাহ জামাল রাজ এ সময় উপস্থিত ছিলেন।

শ্রমসচিব মিকাইল শিপার, যুগ্ম-সচিব আকম কাশেম মাসুদ ও উপ-সচিব (প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সচিব) অমর চাঁন বণিক উপস্থিত ছিলেন।  
এর আগে রবি ২০১২, ২০১৩ ও ২০১৪ সালের মুনাফার ওপরও এ তহবিলে অনুদান দেয় বলে বিজ্ঞপ্তিতে জানায় রবি।

শ্রম মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত দেশি ও বহুজাতিকসহ ৭১টি কোম্পানি এ তহবিলে ১শ ৮০ কোটি টাকার বেশি দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
এমআইএইচ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।