ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শিশুদের নিরাপদে রাখতে গ্রামীণফোন-সেভ দ্য চিলড্রেন’র চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
শিশুদের নিরাপদে রাখতে গ্রামীণফোন-সেভ দ্য চিলড্রেন’র চুক্তি

ঢাকা: ইন্টারনেটে শিশুদের নিরাপদে রাখতে শিশু, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সক্ষমতা গড়ে তুলতে যৌথভাবে কাজ করবে গ্রামীণফোন ও সেভ দ্য চিলড্রেন।
 
এজন্য গ্রামীণফোন এবং সেভ দ্য চিলড্রেন’র মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে বলে মঙ্গলবার (৩০ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় গ্রামীণফোন।


 
গ্রামীণফোনের সিইও রাজিব শেঠি এবং সেভ দ্য চিলড্রেন’র কান্ট্রি ডিরেক্টর মার্ক পিয়ার্স নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমঝোতা স্মারকে সই করেন।
 
এসময় সেভ দ্য চিলড্রেন’র ম্যানেজার অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশনস লায়লা করিম, ডিরেক্টর চাইল্ড প্রোটেকশন লায়লা খন্দকার, গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস নেহাল আহমেদ এবং হেড অব কর্পোরেট রেসপনসিবিলিটি দেবাশীষ রায় উপস্থিত ছিলেন।  
 
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
এমআইএইচ/এসএনএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।