ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্মার্টফোন তৈরিতে আইডিয়া নিচ্ছে জেডটিই

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
স্মার্টফোন তৈরিতে আইডিয়া নিচ্ছে জেডটিই

আগামী বছরের কনজ্যুমার ইলেকট্রনিক্স শো’তে (সিইএস) ক্রাউডসোর্সড স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে জেডটিই। স্মার্টফোন আবহের সাথে সামঞ্জস্যতা রেখে বাস্তবসম্মত এবং সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন তৈরির লক্ষে ব্যবহারকারীদের থেকে এখন ধারণা এবং পরামর্শ সংগ্রহ করছে প্রতিষ্ঠানটি।



এজন্য সিএসএক্স নামের প্রজেক্ট সহ নতুন একটি ওয়েবসাইটও চালু করা হয়েছে। ওয়েবসাইটটিতে বিভিন্ন পর্যায়ের ব্যবহারকারীরা তাদের মতামত ও আইডিয়া পাঠাচ্ছে।

ক্রাউডসোর্সিং এর এই ধারণা সম্পর্কে বলা হচ্ছে, উদ্যোগটি প্রতিষ্ঠানটির জন্য নি:সন্দেহে সহজ হবেনা। কেননা এই সমাগম থেকে কোনো কোনো সময় উদ্ভট সব সুপারিশ আসতে পারে, যেটা বাস্তবে করা হয়ত অসম্ভব হবে।

এছাড়া একজন ব্যবহারকারী এই ফোনে ডেস্কটপ মোডের ইচ্ছা প্রকাশ করেছে যাতে এটা ছোটখাটো একটা পিসিতে পরিবর্তিত করা যায়। আরেক জনের চাওয়া এটি পোকেমন গো পূর্ণাঙ্গভাবে উপভোগের যোগ্য করে বানাবে জেডটিই।

অবশ্য, এ ব্যাপারে তাদের একজোড়া রুলস দেয়া আছে যা ব্যবহারকারীদের অস্পষ্ট বা অকার্যকর কোনো ধারণা পাঠানোর ক্ষেত্রে বাধাদান করবে।

জেডটিই ইউএসএ এর সিইও বলেন, আমরা ক্রাউডসোর্সিং’কে পুরোপুরি নতুনভাবে তুলে ধরতে চাই।

কিন্তু তার মানে অবশ্যই এটা নয় যে প্রেরিত পরামর্শগুলো গ্রহন করবনা কিংবা বাছাই করবনা। আমাদের বর্তমান পরিকল্পনার সাথে সবচেয়ে ভাল যায় সেই দিকটি দেখবো।

উল্লেখ্য, জেডটিই এর এই কার্যক্রমে কার্যকরী আইডিয়া দিয়ে নগদ অর্থ পুরস্কার পাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু এই পরামর্শ, ধারণা গ্রহণের সময় শেষ হচ্ছে কবে সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।