ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পোকেমন গো পেতে অপেক্ষায় ভারত, চীন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
পোকেমন গো পেতে অপেক্ষায় ভারত, চীন

পোকেমন গো আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেয়েছে এশিয়ায়, কিন্তু এখানো অপেক্ষায় রয়েছে চীন এবং ভারত।

তাই এশিয়ার বিভিন্ন দেশের পোকেমন ভক্তরা যখন আনন্দের জোয়ারে ভাসছে ঠিক সে সময়টাতে ভারত, চীন এবং সাউথ কোরিয়ার মতো দেশগুলোর ভক্তরা গেমটির আনুষ্ঠানিক প্রকাশে বিলম্ব দেখে আশা ছেড়ে বসে আছে।

এ বিষয়ে এক খবরে বলা হয়েছে, ভারত, চীন এবং সাউথ কোরিয়ার গেমপ্রেমীরা বিস্মিত হয়ে বলছে যে সপ্তাহ শেষে ১৫টি দেশে অ্যাপটি ছাড়া হলেও কোন কারণে বড় তিনটি গেমের বাজারকে উপক্ষিত করা হলো।

তথ্য মতে, অ্যান্ড্রয়েড ও আইওএস দুই প্লাটফর্মেই ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, তাইওয়ান, পাপুয়া নিউ গিনি, ফিজি, সলোমন দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া এবং পালাওতে এর আনুষ্ঠানিক প্রকাশ হয়েছে।

এদিকে পোকেমন গো ফেসবুক পোষ্টে এই অবমুক্তির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবে এশিয়া এবং ওশেনিয়ার নতুন ১৫ টি দেশের ট্রেইনাররা। তাই বিশ্বের সবখানে পোকেমনকে পাকড়াও!
নিয়ানতিকের সিইও চীনে প্রকাশ বিলম্বের কারণ হিসেবে আগের ববিৃতিতে বলেছিল দেশটিতে ইন্টারনেটের উপর কঠোর নিয়ন্ত্রণ আইনের কথা।

অন্যদিকে প্রতিবেশী দেশ উত্তর কোরিয়ার নিরাপত্তার বিষয়টি আমলে নিয়ে গুগল ম্যাপে নানা বিধিনিষেধ আগেই দিয়ে রাখে দক্ষিণ কোরিয়া।

সব মিলিয়ে ওই সব দেশে গেমটি প্রকাশের সহায়ক পরিবেশ নেই। তাই বলে কিন্তু বসে নেই ওখানকার গেমাররা। ভিন্ন উপায়ে ঠিকই উপভোগ করছে পোকেমন।

অবশ্য অনুমোদিত অ্যাপের নতুন ফিচার পূর্বে ডাউনলোড করা ভার্সনে পাওয়া যাবেনা।
এছাড়া এশিয়ার অন্যতম বড় দেশ ভারতে অবমুক্ত না করার ব্যাপারে, থার্ড পার্টি সার্ভার ব্যবহারের সীমাবদ্ধতাকেই কারণ হিসেবে বলছে নিয়ানটিক।

তারা বলছে, ভারতে থার্ড পার্টি সার্ভার ব্যবহারের উপর যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু গেমারদেরকে মান সম্মত সেবা দেয়ার জন্য আমাদের তৃতীয় পক্ষের সার্ভার ব্যবহার করা ছাড়া ভিন্ন কোন উপায় নেই।

আর এজন্যই হয়ত এখনো আনুষ্ঠানিকভাবে ভারতে আলোর মুখ দেখেনি পোকেমন গো।
তবে যেটাই হোক বিপুল সংখ্যক ব্যবহারকারীরা আজ পোকেমনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে যেটা সত্যিই মজার এবং চ্যালেঞ্জের।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৬
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।