ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলালিংক গ্রাহকদের নক্ষত্রবাড়ি রিসোর্টে সাশ্রয়ী রেট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
বাংলালিংক গ্রাহকদের নক্ষত্রবাড়ি রিসোর্টে সাশ্রয়ী রেট

ঢাকা: শীর্ষস্থানীয় ডিজিটাল কমিউনিকেশন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলালিংক প্রিয়জন গ্রাহকদের জন্য নক্ষত্রবাড়ি রিসোর্ট অ্যান্ড কনফারেন্স সেন্টারের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি সই করেছে।
 
রাজধানীর গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেন-এ সম্প্রতি চুক্তিটি সই হয়।


 
বাংলালিংকের হেড অব কমার্শিয়াল স্ট্র্যাটেজি ও প্ল্যানিং, মার্কেটিং আবদুল্লাহ ফয়েজ এবং নক্ষত্রবাড়ি রিসোর্ট অ্যান্ড কনফারেন্স সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর তৌকির আহমেদের উপস্থিতিতে চুক্তি সই হয়।  
 
চুক্তির ফলে বাংলালিংক প্রিয়জন গ্রাহকরা মাত্র ৭ হাজার ২৫০ টাকায় নক্ষত্রবাড়ি হোটেল বিল্ডিংয়ে দু’জনের জন্য দু’দিন এক রাতের অবকাশযাপনের সুযোগ পাবেন। সঙ্গে থাকছে তিন বেলার খাবার।
 
এছাড়াও গ্রাহকদের জন্য মাত্র ৮ হাজার ২৫০ টাকায় নক্ষত্রবাড়ি ওয়াটার বাংলোতে থাকছে তিন বেলা খাবারসহ দু’জনের জন্য দু’দিন এক রাতের অবকাশযাপনের সুযোগ। ৪ আগস্ট থেকে চালু হওয়া অফারটি চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।
 
পাশাপাশি প্রিয়জন গ্রাহকরা সব ধরনের রুমের ওপর সাপ্তাহিক ছুটি ও বন্ধের দিনগুলোতে ২০ শতাংশ মূল্যছাড় এবং সপ্তাহের অন্যান্য দিনগুলোতে ৪০ শতাংশ মূল্যছাড় উপভোগ করতে পারবেন।

এছাড়াও পুরোদিনের প্যাকেজের ওপর ২০ শতাংশ ছাড় এবং কনফারেন্স রুমের ওপর ৩০ শতাংশ ছাড় রয়েছে, যা চলবে ১১ সেপ্টেম্বর থেকে ৩১ জুলাই পর্যন্ত।
 
চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের লয়্যালটি ও পার্টনারশিপ ম্যানেজার, মার্কেটিং, ইয়াসির আরাফাত হোসেন; লয়্যালটি ও পার্টনারশিপ ম্যানেজার, মার্কেটিং, ফারহানা সিনথিয়া; কর্পোরেট কমিউনিকেশন ম্যানেজার, আংকিত সুরেকা।
 
আরও উপস্থিত ছিলেন নক্ষত্রবাড়ি রিসোর্ট ও কনফারেন্স সেন্টারের ম্যানেজার, মার্কেটিং ও সেল্স, আব্দুর রহমান রাসেল এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস, মার্কেটিং অ্যান্ড পিআর) নিজামউদ্দিন আল সুমন।
 
নক্ষত্রবাড়ি রিসোর্ট ও কনফারেন্স সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ও জনপ্রিয় অভিনেতা তৌকির আহমেদ বলেন, নক্ষত্রবাড়িতে রয়েছে গ্রাহকদের জন্য সুনিবিড় ও কোলাহলমুক্ত পরিবেশ। বাংলালিংকের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে অত্যন্ত আনন্দিত। এর মাধ্যমে প্রিয়জন গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে চমৎকার আতিথেয়তা উপভোগ করবেন।
 
বাংলালিংকের হেড অব কমার্শিয়াল স্ট্র্যাটেজি ও প্ল্যানিং, মার্কেটিং আবদুল্লাহ ফয়েজ বলেন, বাংলালিংকের সম্মানিত প্রিয়জন গ্রাহকদের জন্য নক্ষত্রবাড়ির সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এর মাধ্যমে বাংলালিংক প্রিয়জন গ্রাহকরা পাবেন সাশ্রয়ী মূল্যে বাংলাদেশের অন্যতম সেরা রিসোর্টে সময় কাটানোর দারুণ সুযোগ।
 
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।