ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আউটসোর্সিংয়ে আয় ১৮০ মিলিয়ন ডলার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
আউটসোর্সিংয়ে আয় ১৮০ মিলিয়ন ডলার ছবি: সুমন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী ২৮ ও ২৯ জুলাই দেশে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও সামিট বাংলাদেশ-২০১৬। রাজধানীর সোনারগাঁও হোটেলে এ অনুষ্ঠানে ২০ জন বিদেশি এক্সপার্টসহ ৪৭ জন বক্তা বক্তব্য রাখবেন।

 

আইসিটি টাওয়ার মিলনায়তনে মঙ্গলবার দুপুরে (২৬ জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিপিও সামিটের ঘোষণা দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী জুনাইদ আহমেদ পলক।  

তিনি বলেন, বাংলাদেশে এখন কলসেন্টার ও আউটসোর্সিং খাতে ৩০ হাজার লোকবল কাজ করছে। এ খাতে বছরে আয় হয় ১৮০ মিলিয়ন ডলার। কিন্তু সারা পৃথিবীর বাজার হচ্ছে ৬শ বিলিয়ন ডলারের। এরমধ্যে ভারত একাই ১০০ বিলিয়ন ডলার আয় করছে। এরপর ফিলিপাইন ১৬ বিলিয়ন ডলার এবং শ্রীলংকা ২ বিলিয়ন ডলার আয় করছে। আমদেরও অনেক সুযোগ রয়েছে। যে কারণে আমাদের সমস্যা, সম্ভাবনা নিয়ে আলোচনা করতেই দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক বিপিও সামিট করা হচ্ছে।  

দু’দিনের এ সামিটে দু’টি উইথ সেশনসহ ১০টি সেশন ও  দু’টি ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে।
 
পলক বলেন, বর্তমান সরকার আইসিটি ব্যবসায়ীদের জন্য ট্যাক্স কমিয়েছে। আউটসোর্সিংয়ের জন্য যারা প্রতিষ্ঠান গড়বেন, সে স্পেসের জন্য ট্যাক্স নেওয়া হবে না। এছাড়া ২০২১ সালের মধ্যে এ খাতে ১ বিলিয়ন ডলার আয় এবং ১ লাখ কর্মসংস্থান তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

‘লোকাল এক্সপেরিয়েন্স, গ্লোবাল বিজনেস’ স্লোগান ধারণ করে এবারের সামিট আয়োজন করা হচ্ছে। এতে আইসিটি অধিদফতরের সঙ্গে রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য)। সামিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, গত বছর সামিটের সময় এ খাতে আয় ছিল ১৩০ মিলিয়ন ডলার। এই এক বছরে ৫০ মিলিয়ন ডলার আয় বেড়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, অতিরিক্ত সচিব মো. হারুনুর রশিদ, আইসিটি অধিদফতরের মহাপরিচালক বনমালী ভৌমিক, বাক্যের সভাপতি আহমাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।