ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

২ ফুট লম্বার ২০ হাজার ওয়াটের বাতি!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
২ ফুট লম্বার ২০ হাজার ওয়াটের বাতি!

সর্বোচ্চ কত ওয়াটের বাতি জ্বলতে দেখেছেন? বিদ্যুৎ সাশ্রয়ী বাতি আসার আগে বাড়ি-ঘর আর কলকারখানায় হয়ত ১০০ থেকে ৫০০ ওয়াটের বাতি জ্বলে থাকতে দেখতে পারেন। আর খেলার সময় স্টেডিয়ামে যে শক্তিশালী বাতিগুলো জ্বলতে দেখা যায় সেগুলোর প্রতিটি কিন্তু ২ হাজার ওয়াটের বেশী নয়।

সেখানে ২০ হাজার ওয়াটের একটি জ্বলন্ত হ্যালোজেন বাতির খবর শুনলে কি ধারণা হবে।

হ্যা, এমন একটি অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন যুক্তরাজ্য ভিত্তিক জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘ফোটোনিকইন্ড্রাকশন’। পেশায় তড়িৎ প্রকৌশলী চ্যানেলটির মালিক ২০০৮ সাল থেকে বৈদ্যুতিক বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে নানা ধরনের কৌশল দেখিয়ে দর্শকদের মন ভরিয়েছেন, আবার তার এসব কর্মকান্ডকে কেউ কেউ হাস্যকর হিসেবেও দেখেছেন। তবে এবার তিনি ২০ হাজার ওয়াটের যে বাতিটি তৈরি করেছেন তা বিষ্ময়কর না বলার উপায় নেই।

দর্শকরা যাতে এর পুরো উজ্জলতা উপভোগ করতে পারেন এজন্য পরীক্ষার সময় তিনি ক্যামেরার অটোএক্সপোজার অফ রাখেন।

অবিশ্বাস্য এই উদ্ভাবন সম্পর্কে তড়িৎ প্রকৌশলী বলেন, এটা সত্যিই অবিশ্বাস্য। ঘরের মধ্যখানে অগ্নিউৎসব উপভোগের মতো একটা ব্যাপার।

অনেকেই বলছেন এর উজ্জলতা এতোটাই বেশী যে ঘর থেকে বের হয়ে আসতে বাধ্য আর আউটডোরে এটি রাতকে দিনে রুপ দেওয়ার মতো।

১১ মিনিট ৩৯ সেকেন্ডের এই ভিডিওতে প্রায় ২ ফুট লম্বার ওই বাতিটি জ্বালানোর পুরো কৌশল দেখানো হয়েছে। যেখানে দেখা যাচ্ছে আস্তে আস্তে বাতিটি কিভাবে আলো ছড়াতে ছড়াতে এক সময় কিভাবে পুরো ঘরটিকে আলোকিত করে সাদা করে দিচ্ছে। যার পর আর কিছুই ভালোভাবে দেখা যায় না। কথা বাড়িয়ে লাভ কি, নিজেরাই দেখে নিন না ভাইরাল হওয়া সেই ভিডিওটি।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।